বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মিয়ানমারের মুসলমানদের বসবাস নিশ্চিতে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, বসতভিটায় অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞ বন্ধে জতিসংঘের মাধ্যমে শান্তিরক্ষি বাহিনী প্রেরণের দাবি জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর মুফতি রুহুল আমীন।

আজ এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মুফতি রুহুল আমীন বলেন, মিয়ানমারে মুসলমানদের ওপর যে ধরনের জুলুম-অত্যাচার চলছে তা মানবতার চরম বির্পযয়। বিশ্বের দ্বিতীয় মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশেকে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠাকল্পে জাতিসংঘকে শান্তি রক্ষীবাহিনী প্রেরণে চাপ প্রয়োগ এবং মিয়ানমারের মুসলমানদের শান্তিতে বসবাস নিশ্চিত করতে জোরদার কূটনৈতিক পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানান।

মুফতি রুহুল আমীন আরও বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শরনার্থীরা অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় আশ্রয় নেওয়া শরণার্থীদের সাহায্যে দেশবাসীকে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি সরকারের প্রতি ত্রাণ তৎপরতার শুরুর অনুরোধ করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ