শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইসির বৈঠকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দাবি জানাবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানীর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল আলোচনায় অংশ নিবেন।

দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

আগামীকাল বিকেল ৩টা শেরে বাংলানগরের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান প্রধান দাবী কি থাকবে জানতে চাইলে দলের মহাসচিব বলেন, ‘আমাদের দৃষ্টিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যা যা প্রয়োজন তার সব দাবী আমরা উপস্থাপন করবে। বিশেষত কালো টাকা, পেশী শক্তি, প্রশাসনের পক্ষপাত ইত্যাদি।’

‘আমরা কে আর সিস্টেম বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব  পদ্ধতির জানাবো। মানুষ প্রার্থীকে ভোট দিবে না। দলকে ভোট দিবে এবং মোট মোটের আনুপাতিক হার অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে।’

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপনাদের দাবি কি হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আলোচনা এখনো চলছে। বিষয়টি এখনো আলোচনায় আসে নি।’

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, আলোচ্যসূচি ও দাবি চূড়ান্ত করতে আগামীকাল সকাল ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চতর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইসির কাছে কি কি দাবি উপস্থাপন করা হবে তা চূড়ান্ত করা হবে।

তবে না প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা আওয়ার ইসলামকে বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাবে। তবে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনেই যাবে তা এখনি বলতে চাচ্ছে না। অধিকাংশ দল যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু মনে করে এবং নির্বাচনে অংশ নেয়, তবে তত্ত্বাবধায়ক ছাড়াও নির্বাচনে যেতে পারে ইসলামী আন্দোলন।’

প্রতিনিধি দলে আরও থাকবেন, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমদ, দলীয় প্রধানের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইন্জিয়ার আশরাফুল আলম, প্রচার সম্পদ মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কেএম আতিকুর রহমান, মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ