বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বন্যার্তদের মাঝে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে নৌকা ও ত্রাণ সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বহু মানুষ। সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সাধ ও সাধ্যের মিলন ঘটিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। শুকনো খাবারসহ নানাবিধ বহু বস্তু প্রদান করা হচ্ছে তাদের। কেউ কেউ তুলে দিচ্ছেন নগদ অর্থও। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (এইচআরএফ) উদ্যোগে নেত্রকোনায় সুসং দূর্গাপুরের ভাদুয়া গ্রামের অসহায় শ্রমজীবি পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের চিন্তা করে বিনামূল্যে ২৫টি নৌকা ও ২০০ প্যাকেট চাল, ডাল, আটা, লবণ ও প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

বিনামূল্যে নৌকা ও ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর এমদাদুর হক খান, পরিচালক জনাব মো. মাহবুবুর রহমান।

ত্রাণ ও নৌকা বিতরণকালে ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর এমদাদুর হক খান বলেন, ‘আমরা শুধু বন্যাকালীন সমস্যার কথা ভাবিনি। বন্যা চলে যাওয়ার পর বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষ কী করবে? কীভাবে চলবে তাদের সংসার? এসব কথা ভেবে ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ২৫টি নৌকা গরিব-অহসায় মানুষদের মাঝে বিতরণ করা হচ্ছে।

বন্যার ক্ষতিকর প্রভার কাটিয়ে ওঠার পর এসব নৌকার সঠিক ব্যবহারের মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান নিশ্চিত হবে আশা করা যায়।’

এ সময় আরো উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশের সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মাদ সাদেক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের বড় ভাই জনাব খালেক মাস্টার। এছাড়া স্থানীয় আরো অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এশিয়ান ইউনিভাসিটি অব বাংলাদেশের সম্মানিত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মাদ সাদেক বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এই আয়োজনটিকে আমার কাছে ব্যতিক্রমধর্মী মনে হয়েছে। তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের বন্যাকালীন ও পরবর্তী কর্মসংস্থানের কথাও চিন্তায় রেখেছে। এমন উদ্যোগ সবার গ্রহণ করা উচিত।’

জনতার আদালতে বিচার হবে প্রধান বিচারপতির


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ