শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দেওবন্দে এসে আত্মীক তৃপ্তি পেয়েছি: দিল্লির জজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দারুল উলুম দেওবন্দ, ভারত

দিল্লির জজ বিমল কুমার এবং দিল্লির অফিসার পিকে পাণ্ডে ও এসপি বাবুল কুমার আজ দেওবন্দ পরিদর্শনে আসেন৷ তারা দেওবন্দের মেহমানখানায় নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল খালেক মাদ্রাজী ও অন্যান্য জিম্মাদার ওস্তাদগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন৷ সাক্ষাৎকালে তাঁরা দেওবন্দের ঐতিহাসিক পাঠ দানের ব্যাপারে কথা বলেন৷ সাথে সাথে এখানকার নিয়ম-কানুন, শিক্ষা-দীক্ষা, ছাত্র সংখ্যা, ছাত্রদের বসবাস ও তাদেরকে প্রদত্ত সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করেন৷

এরপর তারা দেওবন্দের ঐতিহাসিক পাঠাগার পরিদর্শন করেন৷ সেখানে অবস্থিত বিভিন্ন দুর্লভ কিতাবাদি, বই-পুস্তকসহ তাওরাত, যবুর ও কুরআনের পুরাতন পুরাতন কপি দেখে আশ্চার্যতা প্রকাশ করে বলেন শিক্ষা-দীক্ষা ব্যাতিরেকও সামাজিক শিষ্টাচারের ক্ষেত্রে দেওবন্দের ভূমিকা অনেক৷

স্থানীয় টিভি সাক্ষাৎকারে দিল্লির জজ বলেন তারা স্রেফ দেওবন্দের পরিদর্শনেই এসেছেন৷ অন্য কোন উদ্দেশ্য তাদের নেই৷

তিনি আরো বলেন, বহু আগেই তিনি দেওবন্দ এর নাম শুনেছেন এবং পেপার পত্রিকা ও বিভিন্ন বই-পুস্তকে পড়েছেন৷ কিন্তু কখনো এখানে আসার সুযোগ মিলেনি৷ আজ এখানে এসে আমার আত্মিক প্রাশান্তি লাভ হয়েছে৷ দিল্লির অফিসার পিকে পান্ডে বলেন, আমার অন্তরে দেওবন্দ পরিদর্শনে বহু আগ্রহ ছিল৷ আজ তা পূর্ণ হলো৷

তিনি আরো বলেন দেওবন্দ তাদের সিলেবাসে সময়োপযোগী পরিবর্তন আনে এটা আমাদের জানা ছিল৷ কিন্তু এতটা যে সময়োপযোগী তাদের চালচলন এটা আমার জানা ছিল না৷ আজ জানা হল দেওবন্দে এসে৷

এসপি বাবুল কুমার বলেন দেওবন্দে এসে আমার বহুদিনের অপূরণীয় তামান্না পূরণ হয়েছে৷ মুসলমানদের ব্যাপারে আমার নেতিবাচক ধারণা ছিল৷ আজ তা দূর হল৷ দেওবন্দের খেদমত ঐতিহাসিক৷ আর দেশ স্বাধীনের ক্ষেত্রে তো দেওবন্দের অগ্রণী ভূমিকা ছিলই এটা না বললেই নয়৷ বর্তমানেও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দেওবন্দ৷

মাদ্রাসা পরিদর্শনে তাদের সাথে ছিল ডিএম রামলীলা, এখলিশ ইয়াদু, মুয়াবিয়া আলী, সুধরাত সিং, মাওলানা মুরতাযা কাসেমী, মাওলানা শফিক আহমদ কাসেমী, মাওলানা মহিউদ্দীন কাসেমী এবং মাওলানা আমজাদ প্রমুখ৷

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ