মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ।। ১১ ভাদ্র ১৪৩২ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৭


মুফতি মুতীউর রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশের শীর্ষ আলেম, লেখক ও অনুবাদক, শেখ জনুরুদ্দীন (র.) দারুল কোরআন শামসুল উলুম চৌধুরীপাড়া মাদরাসার প্রধান মুফতি ও শায়খে সানি মুফতি মুতীউর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি আজ সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে অবস্থানরত চৌধুরীপাড়া মাদরাসার শিক্ষক মুফতী আবদুল বাতেন আওয়ার ইসলামকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

বেলা ১২ টার দিকে মুফতি মুতীউর রহমানের লাশ দীর্ঘদিনের কর্মস্থল চৌধুরীপাড়া মাদরাসা নেয়া হবে। সেখানে বাদ মাগরিব তার জানাযা হবে। জানাযার ইমামতি করবেন আল্লামা নূর হোসাইন কাসেমি

জানাযা শেষে গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

তিনি দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।

উল্লেখ্য, মুফতি মুতীউর রহমান দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ২৩ আগস্ট হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ