শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বন্যাদুর্গতদের মাঝে খেলাফত মজলিসের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ কুড়িগ্রামের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন খেলাফত মজলিস। আজ ২৫ আগস্ট শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ান সদরের পাঁচগছি ও যাত্রাপুর ইউনিয়নে এবং নাগেশ্বরী ও চিলমারীতে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।

খেলাফত মজলিসের পক্ষ থেকে নগদ অর্থসহ চাল, আলু, সয়াবিন তেল,  ইত্যাদি  সামগ্রী বিতরণ করা হয় ।

এ সময় খেলাফত মজলিসের নায়েবে সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমীবলেন, দেশের বন্যাদুর্গত এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে দূরবর্তী চরাঞ্চলের দুর্গত মানুষের খোঁজই কেউ  নিচ্ছে না।

তিনি আরো বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের জন্যে প্রয়োজনীয় ত্রাণ সরবারহ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ অবস্থায় সমাজের সামর্থবান সকলকে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রংপুর মহানগরী সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সহসভাপতি শবেবর রহমান, সেক্রেটারী মাওলানা কাজী নূরুজ্জান, আহমদ আলী মোল্লা, মাওলানা শহিদুল ইসলাম, আসাদুজ্জামান রাজু,মুস্তাফিজুর রহমান, মো: নূর নবী, আবুবকর ছিদ্দিক প্রমুখ।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ