শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আবারও ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথিত ছুরিকাঘাত চেষ্টার অভিযোগে ফিলিস্তিনি এক কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের উত্তর অংশে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

এ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, ওই কিশোর নাবলুস শহরের দক্ষিণে ইসরাইলের যাতারা সামরিক চেকপোস্টের কাছে সীমান্তরক্ষীদের একটি দলের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে। তার হাতে ছুরি ছিল এবং সে তা দিয়ে ওই সৈন্যদলের ওপর আক্রমণ করতে চেয়েছিল বলে অজুহাত তুলে তাকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা।

১৭ বছর বয়সি ওই ফিলিস্তিনি কিশোরের পরিচয় প্রকাশ করা হয়নি। ইসরাইলি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিহত কিশোর পশ্চিম তীরের তুল কারেম শহরের অধিবাসী।

ইসরাইলি হাসপাতাল সূত্র প্রাথমিকভাবে দাবি করেছিল, ছুরিকাঘাতে তাদের একজন সৈন্য আহত হয়েছে। কিন্তু পরে জানা যায়, ফিলিস্তিনি কিশোরের ওপর অন্য এক সৈন্যর চালানো গুলির শার্পনেল গায়ে লেগে ওই ইসরাইলি সেনা আহত হয়েছে।

কোথায় যাবো তা আমরা জানি না


সম্পর্কিত খবর