শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

বিশ্বসেরা ও প্রবীণ ১৬ হাফেজকে সংবর্ধনা দেবে হাফেজ কল্যাণ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশ্ব সেরা হাফেজ ও প্রবীণ হাফেজদের সংবর্ধনার উদ্যোগ নিয়েছে জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ। এর আগেও সংস্থাটি ৩ বার হাফেজদের সংবর্ধনা দিয়েছে।

আগামী ২৪ আগস্ট এ উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কুরআন তেলাওয়াত মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ এম এ তাহের। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

অনুষ্ঠানে ৫ জন প্রবীন হাফেজ ও ১১ জন বিশ্বজয়ী তরুণ হাফেজকে সংবর্ধনা দেয়া হবে।

সংবর্ধনা বিষয়ে জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা নায়েব আলী আওয়ার ইসলামকে বলেন, বাংলাদেশি হাফেজগণ পৃথিবীর নানা দেশে ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। তারা আমাদের জন্য এবং দেশের জন্য গৌরব। তাদের কাজে উৎসাহ দেয়া এবং মূল্যায়ন করা আমাদের দায়িত্ব। এ জন্য জাতীয় হাফেজ কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিখ্যাত হাফেজদের উস্তাদ তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারী নাজমুল হাসান, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী, তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুল আলীম।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন, কাতার প্রেসিডেন্ট প্রাসাদ মসজিদের নব নিযুক্ত বাংলাদেশি খতিব ও ঢাকার মারকাজুত তানজিল আল-ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ এ্যাড. মুজিবুর রহমান ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক শেখ মুহাম্মদ শামীম, আলহাজ ইঞ্জি. কাজী রুহুল কুদ্দুস, অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, মাওলানা দীন মুহাম্মদ কাসেমী, হাফেজ কারী আবু ইউসুফ, মাওলানা মুহাম্মদ ফয়সাল, আহসানুল কবীর (হাসান কবীর), আবদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রবীণ হাফেজদের মধ্যে উপস্থিত থাকবেন, হাফেজ তোফাজ্জল হোসেন, হাফেজ মাহফুজুল হক, হাফেজ জামালুদ্দীন, হাফেজ মুশতাক আহমদ, হাফেজ মাওলানা ইলিয়াস।

কুরআন তেলাওয়াত করবেন বিশ্বজয়ী হাফেজ ত্বরিকুল ইসলাম, হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ আবদুল্লাহ আল আমুন, হাফেজ আবদুল আখের, হাফেজ সাইফুল ইসলাম ত্বকি, হাফেজ ইয়াকুব হোসেন তাজ, হাফেজ সিফাতুল্লাহ, হাফেজ সুলাইমান হাওলাদার, হাফেজ আহমাদ আবদুল্লাহিল আযহার, হাফেজ নাজিরুল্লাহ, হাফেজ তানভির আহমদ।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ