শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভালোবাসাই পারে কাশ্মীরিদের সমস্যা দূর করতে: নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কাশ্মীর সমস্যা দূর করতে বুলেটের পরিবর্তে ভালোবাসার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির ৭১তম স্বাধীনতা দিবসের ভাষণে এমন কথাই উচ্চারিত হয়েছে মোদীর মুখে।
ওই ভাষণে মোদী আরো বলেছেন, ‘জম্মু-কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যা দূর করতে বুলেট বা দমন-পীড়ন কোনো সমাধান নয়।’ ঐতিহাসিক লাল দুর্গে দেয়া ভাষণে মোদী বলেন, ‘এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে কাশ্মীরের জনগণের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া। পরম মমতায় তাদের আলিঙ্গন করা।’
‘প্রত্যেক ভারতীয়ের উচিত কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে উষ্ণ করমর্দন করা, স্ব স্ব অবস্থান থেকে নিজেদের সমস্যা মিটিয়ে ফেলার অঙ্গীকার করা, আর তাহলেই কাশ্মীরে পূর্বের মতো আর কোনো সমস্যা থাকবেনা’ বলেও জানান মোদী। তিনি বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত এক এবং একমাত্র। আর এটাই আমাদের শক্তি।’
জম্মু-কাশ্মীরের ভাই বোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন মোদী, যারা প্রতিনিয়ত জঙ্গি হামলার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছেন। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা শূন্যতে নিয়ে যেতে হবে বলেও জানান মোদী।
-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ