শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


শায়খুল কুরআন কারী বেলায়েত রহ. এর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নূরানী পদ্ধতিতে শুদ্ধ কুরআন শেখানোর কারিগর, নূরানী পদ্ধতির প্রবর্তক, শায়খুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ.এর কর্মময় জীবন বিষয়ে আলোচনা সভা আজ সোমবার বিকালে চাঁদপুরের শাহরাস্তির বেলায়েতনগরের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

এ দেশের প্রথম নূরানী শিক্ষা প্রতিষ্ঠান- নূরানী তালিমুল কুরআন মাদরাসা এবং নূরানী তালিমুল কুরআন বোর্ড চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর (অব.) রফিকুল ইসলাম-বীর উত্তম, এমপি, বিশেষ অতিথি হাজীগঞ্জ ঐতিহাসিক জামে মসজিদের খতিব, মুফতি আব্দুর রউফ, চাঁদপুরের মহামায়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি জাফর আহমদ, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর পরিচালক, মাওলানা কলিমুল্লাহ জামিল হুসাইন, নূরানী তালিমুল কুরআন বোর্ড এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি, মাওলানা হুসাইন আহমদ সভার আহ্বায়ক হাফেজ আতাউল্লাহ খান-কুরআনপ্রেমিক এই মনীষার বরকতময় জীবন আলোচনায় সবার উপস্থিতি কামনা করেছেন।

গত ২৪ জুন বাংলামাটির এই প্রবাদপুরুষ, কুরআনের নন্দন কাননের মালি-শাইখুল কুরআনখ্যাত কারী বেলায়েত রহ. নিজ বাসভবনে ইন্তেকাল করেন।দেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে আছে তার নুরানি পদ্ধতির খুশবো।

-এজেড

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ