শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


দারুল উলুম দেওবন্দে গুরুত্বপূর্ণ বৈঠক; নাযেমে তালিমাতের ইস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

বিশ্বের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দে গতকাল গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত হল মজলিসে আমেলার দিনব্যাপী বৈঠক৷ বৈঠকে মাদরাসার বর্তমান অবস্থা ও পূর্বের অবস্থা নিয়ে আনুপাতিক আলোচনা হয়৷

জানা যায়, বৈঠকেই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব (নাযেমে তালিমাত) মুফতী ইউসুফ তাওলবী তার পদ থেকে ইস্তফা পেশ করেন৷ হঠাৎ এ সিদ্ধান্তে মজলিসে আমেলা হতভম্ব হয়। পরে বিষয়টি সুরাহা না হলে অনুষ্ঠানেই নায়েবে নাযেমে তালিমাত মাওলানা আফজল কিমওয়ারীকে ভারপ্রাপ্ত নাযেমে তালীমাত৷

পূর্বের ন্যায়ই দেওবন্দের মেহমান খানায় গতকাল দুই পর্বে অনুষ্ঠিত হয় চলতি শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮ এর প্রথম পরামর্শ সভা৷ সভায় মজলিসে আমেলার সদস্যবৃন্দ অংশগ্রহণ করে গভীর রাত পর্যন্ত মাদরাসার কয়েকটি গুরুত্বরূর্ণ নিয়ম-কানুন পরিবর্তন-পরিবর্ধনের ব্যাপারে আলোকপাত করেন৷ আলোচনা হয় ছাত্রদের পড়লেখা ও থাকা-খাওয়া নিয়েও৷ উল্লেখ্য, উম্মুল মাদারিস দারুল দেওবন্দ মজলিসে আমেলা কতৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান৷

বৈঠকে নতুন দাখেলাপ্রাপ্ত ছাত্রদের শিক্ষা রিপোর্ট সংগ্রহ করে কথা হয় দীর্ঘ সময় পর্যন্ত৷ আলোচনায় উঠে আসে পড়ালেখার বর্তমান ও পূর্বের অবস্থা৷ বিশেষ বিশেষ সকল নিয়মের ক্ষেত্রেই আনা হয় পরিবর্তন৷ নেয়া হয় গুরুত্বপূর্ণ নতুন কিছু সিদ্ধান্ত৷

জানা গেছে, বৈঠক চলাকালীন প্রতিষ্ঠানটির নাযেমে তালিমাত মুফতী ইউসুফ তাওলবী অজানা কারণেই পেশ করে বসেন ইস্তেফানামা৷ যার ফলে হৎচকিত হয়ে ওঠেন মজলিসে আমেলার সদস্যরা৷ ইস্তফানামা পেশ করার পর কিছুটা বিলম্বে হলেও গৃহিত হয় মজলিসে আমেলার কাছে৷ ফলে আগামী বৈঠক হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের নায়েবে নাযেমে তালিমাত মাওলানা আফজল কিমওয়ারীকে করা হয় ভারপ্রাপ্ত নাযেমে তালিমাত৷ তৎক্ষণাত তাকে বুঝিয়েও দেয়া হয় তার সকল দায়িত্ব৷

উল্লেখ্য, গত তিন বছর আগে মজলিসে আমেলার বৈঠক চলাকালে সাবেক নাযেমে তালিমাত মাওলানা মুজিবুল্লাহ হঠাৎ করেই ইস্তফানামা দিয়ে বসেন৷ এরপর তৎক্ষণাত মাওলানা আহমাদ বিহারীকে নাযেমে তালিমাত করা হয় গত বছরের মাঝামাঝি সময়ের দিকে মজলিসে আমেলার বৈঠকে তিনিও পেশ করেন ইস্তফানামা৷ ফলে তখন নাযেমে তালিমাত নির্ধারণ করা হয় মুফতী ইউসুফ তাওলবীকে৷

দেওবন্দের একদিনের মজলিসে আমেলার বৈঠক গভীর রাতে দোয়ার মাধ্যমে সুসম্পন্ন হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন মজলিসে আমেলার সদস্য ভারতীয় সংসদ সদস্য মাওলানা বদরুদ্দীন আজমল, সাবেক মুহতামিম মাওলানা গোলাম মুহাম্মাদ, মুফতী রহমতুল্লাহ কাশ্মীরী, মাওলানা ইসমাঈল মালিগাওয়ী, মাওলানা ইবরাহীম মাদ্রাজী, মাওলানা আনওয়ার বিজনুরীসহ বর্তমান মুহতামিম মুফতী আবুল কাসেম নুমানী ও সদরুল মুদাররিসীন মুফতী সাঈদ আহমদ পালনপুরী৷

বেফাকে আবারও কর্মী ছাটাই! কর্মীদের করুণ চিঠি!


সম্পর্কিত খবর