শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র খেলাফত মজলিস মক্কা মহানগরী শাখার মতবিনিময় সভা ফোরামের আয়োজনটি হৃদয়ের গভীরে অনন্ত প্রেরণা হয়ে থাকবে মুফতি তালহার পদের স্থগিতাদেশ প্রত্যাহার জমিয়তের আন্তর্জাতিক পর্যায়ে সাহিত্য রচনায় লেখক ফোরাম পদক পেলেন মুফতি হিফজুর রহমান রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মৌলিক সাহিত্যে লেখক ফোরাম পদক পেলেন মাওলানা যাইনুল আবিদীন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির নির্বাচন জরুরি -পীর সাহেব চরমোনাই

ঢাকা থেকে চট্টগ্রামের পথে আল্লামা আহমদ শফী, বিমানবন্দরে প্রস্তুত শতাধিক গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী।

আজ বিকাল ৪.৪৫ মিনিটে তিনি ইন্ডিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি ঢাকার অবতরণ করার পর বাবুস সালাম মাদরাসায় অবস্থান করেন।

এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে বিমানে আরোহন করেন। রাত ৮.১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদের নিশ্চয়তা দিয়েছেন।

মাওলানা ইসলামাবাদী আরও জানান, ‘বিমানবন্দরে নামার পর আল্লামা আহমদ শফীকে গণসংবর্ধনা দেয়া হবে। সেখানে শতাধিক মাইক্রোবাসসহ প্রায় দুইশত গাড়ি বহর হজরতের জন্য অপেক্ষা করছে।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃত্ববৃন্দ হজরতকে গণসংবর্ধনা দিবেন। এসময় মাদরাসা শিক্ষার্থী ও তার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

এছাড়াও আল্লামা আহমদ শফী ফাউন্ডেশনের পক্ষ আল্লামা আহমদ শফীকে ক্রেস্ট প্রদান করা। এ সময় একটি মানপত্রও পাঠ করা হবে।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রিলিজ নিয়ে চট্টগ্রামে ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান এবং ২২ তারিখ এ্যপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১ আগস্ট তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ