সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী

ঢাকা থেকে চট্টগ্রামের পথে আল্লামা আহমদ শফী, বিমানবন্দরে প্রস্তুত শতাধিক গাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : চিকিৎসা শেষে দেশে ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা আহমদ শফী।

আজ বিকাল ৪.৪৫ মিনিটে তিনি ইন্ডিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। তিনি ঢাকার অবতরণ করার পর বাবুস সালাম মাদরাসায় অবস্থান করেন।

এরপর সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে বিমানে আরোহন করেন। রাত ৮.১৫ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদী আওয়ার ইসলামকে এ সংবাদের নিশ্চয়তা দিয়েছেন।

মাওলানা ইসলামাবাদী আরও জানান, ‘বিমানবন্দরে নামার পর আল্লামা আহমদ শফীকে গণসংবর্ধনা দেয়া হবে। সেখানে শতাধিক মাইক্রোবাসসহ প্রায় দুইশত গাড়ি বহর হজরতের জন্য অপেক্ষা করছে।’

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব ও জামিয়া মঈনুল ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতৃত্ববৃন্দ হজরতকে গণসংবর্ধনা দিবেন। এসময় মাদরাসা শিক্ষার্থী ও তার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

এছাড়াও আল্লামা আহমদ শফী ফাউন্ডেশনের পক্ষ আল্লামা আহমদ শফীকে ক্রেস্ট প্রদান করা। এ সময় একটি মানপত্রও পাঠ করা হবে।

উল্লেখ্য, আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রিলিজ নিয়ে চট্টগ্রামে ফেরেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভারতে যান এবং ২২ তারিখ এ্যপোলো হাসপাতালে ভর্তি হন। গত ১ আগস্ট তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ