শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


নির্ধারিত সময়েরই হজযাত্রীদের সমস্যার সমাধানের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজযাত্রীদের ভিসা জটিলতাসহ যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সমাধান হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যাক্ষ মতিউর রহমান। আজ বৃহস্পতিবার সকালে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জান‍ান তিনি।

মন্ত্রী বলেন, এজেন্সিগুলোর কারণে এ জটিলতা তৈরি হয়েছে। যেসব এজেন্সির কারণে এ সমস্যা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে আমার আইনগত ব্যবস্থা নেব। তাদের জরিমানা করা হবে।

তিনি বলেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়কে ফ্লাইট আরও বাড়ানোর জন্য বলেছি। গত দুই মৌসুমে যারা হজ করেছেন, তারা নতুন করে যেতে চাইলে নতুন করে ২ হাজার রিয়াল অতিরিক্ত ফি দিতে হবে। এই অতিরিক্ত ফি বাদ দিতে সৌদি সরকারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ