বুধবার, ১২ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১২ রমজান ১৪৪৬

শিরোনাম :
জিকির ও আত্মশুদ্ধি উভয়টাই করতে হবে : মাওলানা আবু সাবের আব্দুল্লাহ লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ‘শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের মৌলিক মানবাধিকার’ বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে মহাখালীর সাততলা বস্তিতে তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির

দেওবন্দের মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা; নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে

সাহরানপুর টু মুজাফফরনগর মহাসড়কে দেওবন্দস্থ রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮জনের মৃত্যু এবং শিশু ও মহিলাসহ ৩০ জন আহত হয়েছে৷ আহতদের প্রথমিক চিকিৎসার জন্য মুজাফফরনগর হাসপাতালে নেয়া হয়৷ সেখানে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক বলে জানানো হয়৷

ঘটস্থলে তৎখনাত পুলিশ এসে বিপর্যস্থ লোকদেরকে উদ্ধার করে আহতদের হাসপাতালে প্রেরণ করে৷ দুর্ঘটনাটা ছিলো খুবই ভয়াবহ৷ রাস্তা বন্ধ হয়ে যায় ঘটনার পরপর৷ প্রায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে ঐ রোডে৷ জানা যায় গাড়িটি সাহরানপুর থেকে মুজাফফরনগরের দিকে যাচ্ছিল৷ দ্রুতগতিতে ছুটে চলেছিল বাসটি৷ অনাকাঙ্ক্ষিতভাবে দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়৷

এই খবর লেখার সময় পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ দুর্ঘটনায় দারুল উলুম দেওবন্দের নাযেমে মাতবাখ তথা বর্ডিং ম্যানেজার সুরুর আহমদের ছেলে মুহাম্মাদ ওয়াসীম আখতারেরও (৩৩) মৃত্যু হয়৷ ওয়াসীম আখতার দেওবন্দের মুসলিম ফান্ডের ক্যাশিয়ার হিসেবে দীর্ঘদিন ধরে খেদমতরত ছিলেন৷

আশঙ্কা আছে আহতদের মাঝ থেকে আরো কয়েকজনের প্রাণ নাশের৷ বাস ও ট্রাকের সংঘর্ষটা এতই মারাত্মক ছিলো যে বাসের ডান পার্শ পুরোপুরি মুচড়ে ভেঙ্গে যায়৷ জানা যায় উক্ত দুর্ঘটনায় বাসযাত্রী ছাড়াও কিছু পথচারী আহত হয়৷ দুর্ঘটনার পরে পুলিশ চৌকি ছাড়া এলাকার লোকজনও বিপর্যস্তদের সেবায় এগিয়ে আসে৷

দুর্ঘটনার সংবাদ পেয়ে পুরো দেওবন্দে শোকের বন্যা বয়ে যায়৷ যেহেতু মুসলিম ফান্ড একটি সেবামুলক সংস্থা তাই এর ক্যাশিয়ারের ছিল যথেষ্ট নাম যশ৷ ছিলেন তিনি সকলের প্রিয় পাত্র ও আস্থাভাজন৷ তাই এলাকা জুড়েই বয়ে যায় শোকের বন্যা৷ বহু সংখক লোকে দেওবন্দস্থ মহল্লায়ে বরজিয়াউল হকে জনাব সুরুর আহমদের বাসায় উপস্থিত হয়ে তাকে সান্ত্বনা বাণী শুনান৷

উল্লেখ্য, মুসলিম ফান্ড ১৯৬১ সনে গঠিত একটি সেবা মুলক সংগঠন৷ প্রতিষ্ঠাতা জনাব হাসিব সিদ্দিকী৷ উদ্দোক্তা মাওলানা সাইয়েদ আসাদ মাদানী রহ.৷ ১৯৬১ সনের শুরুর দিকে আওলাদে রাসূল সাইয়েদ আসাদ মাদানী রহ. চিন্তা করেন সমিতির মতো এমন একটি প্রতিষ্ঠান গঠন করা দরকার যেখানে ধনী ব্যক্তিরা তাদের টাকা-পয়সা, আসবাব পত্র ইত্যাদি আমানত স্বরূপ জমা রাখবে এবং এই প্রতিষ্ঠান জমাকৃত সামান ও টাকা পয়সা হেফাজত করবে৷

প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে যেনো স্বচ্ছল ব্যাক্তিরা তাদের খরচের অতিরিক্ত টাকাগুলো ঘরে না রেখে না অন্য কোথাও জমা রাখতে পারে৷ জমাকৃত টাকা পয়সা যখন যার দরকার হবে উঠিয়ে নিবে কোনো মুনাফা ব্যতীত৷ পাশাপাশি অন্য গরীবদেরও ফায়দা হবে৷ গরীব ব্যাক্তিগণ এই প্রতিষ্ঠান থেকে চাইলে করয নিতে পারবে৷ প্রয়োজন পূরা করে আবার ফেরত দিবে৷ করয নেয়া ও জমা দেয়ায় কোনো অতিরিক্ত চার্জও ধরা হবে না এখানে৷

পার্লামেন্ট সিকিউরিটি নিয়েই এখানে টাকা জমা রাখা হয়৷ এটা কোনো ব্যাংকিং কার্যক্রম নয়৷ এটা সুদবিহীন একটি প্রতিষ্ঠান৷ সম্পূর্ণভাবে মুসলমানদের সেবার জন্যই গঠিত৷ বলতে গেলে এক ভাইয়ের উপকারে অন্য ভাই এগিয়ে আসার একটি মাধ্যম৷ বর্তমানে এখানে ৫০কোটি টাকা জমা আছে৷ আর একাউন্ট আছে প্রায় ৮০ হাজার৷

এই কাজে হিন্দু মুসলিম অনেকেই এগিয়ে আসছে৷ ফলে বহু হিন্দুদেরও টাকা আছে এখানে৷ হিন্দু মুসলিম দল মত নির্বিশেষে সবার প্রতিই সেবার হাত বাড়ানেো হয় এই প্রতিষ্ঠান থেকে৷ মুসলিম ফান্ড নাম হলেও এটা মুসলমানদের জন্য খাস নয়৷ এখানে দলমত নির্বিশেষে সেবা দেয়া হয়৷

৫৭ বছর চলছে এই প্রতিষ্ঠানের৷ সোনা রুপাসহ সব কিছুই জমা রাখা হয় এই প্রতিষ্ঠানে৷ এই প্রতিষ্ঠান শুধু দেওবন্দ ও তার আশ পাশের লোকদের জন্যই গঠিত৷ দূরের লোকদের জন্য নয়৷ যারা জমা রাখে তারাও কোনো মুনাফা পাবে না৷ যারা করয নিবে তাদেরও কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না৷ যে কেনো ধরনের আসবাব পত্রও করয দেয়া হয় এখান থেকে৷

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ