আওয়ার ইসলাম : দুর্নীতির দায়ে পাকিস্তানের সদ্য বিদায় নেয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের নারী নেত্রীদের যৌন হেনস্থা করার।
পিএমএল-এন এর নেত্রী হিনা পারভেজ ভুট্টো ও গুলালাই’ তার অভিযোগ করেন।
এরপরই তাকে অযোগ্য ঘোষণা করার জন্য পিটিশন দায়ের করেছে আইনজীবী রাজা বাশারাত। তিনি সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের আওতায় ইমরানকে অযোগ্য ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।
একদিন আগে অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান ও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ওই দলেরই সাবেক নেত্রী আয়েশা গুলালাই।
তার অভিযোগ ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন।
তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে ‘চরিত্রহীন’ বলেও অভিহিত করেন তিনি।
এদিকে বুধবার পিএমএলএন নেতা হানিফ আব্বাসি বলেছেন, ইমরানের উচিত সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং নিজেকে জবাবদিহিতার মুখোমুখি করা।