শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জেরুজালেম থেকে নিরাপত্তা বাহিনী সরালো ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জেরুজালেমের আল আকসা মসজিদ থেকে অবশেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনিদের কঠোর প্রতিরোধের ফলে গতকাল বিকালে। আল আকসা মসজিদের 'খাত্তাহ বাব' থেকে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

আল আকসা মসজিদের খাত্তাহ দরজা খুলে দেয়ার পর মুসলমানেরা আগ্রহের সাথে মসজিদে প্রবেশ করে আসরের নামাজ আদায় করেছেন। খাত্তাহ দরজা খুলে দেয়ার মাধ্যমে অত্যাচারী ইসরাইলী আবারও ফিলিস্তিনিদের হাতে পরাজিত হল।
এই জায়গাটি ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি - এই তিন ধর্মের কাছেই পবিত্র স্থান এবং একে নিয়ে শত শত বছর ধরেই এ টানাপোড়া চলছে।

ইহুদিদের কাছে হারাম আল-শরিফ এলাকাটির নাম 'টেম্পল মাউন্ট' এবং এটিই তাদের ধর্মে সবচাইতে পবিত্র স্থান। এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির - যা ৭০ খ্রিষ্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি ব্যাসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয়। সেই মন্দিরের শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটিই এখনো টিকে আছে।
-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ