শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুরু হয়েছে হজফ্লাইট। ৪১৯ যাত্রী নিয়ে আজ শাহজালাল বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করেন ও ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান।

জানা গেছে, আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১।

এদিন আরো তিনটি ফ্লাইট ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিজি-৩০১১ বেলা ১১টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯জন। বিজি-৭০১১ বিকেল ৭টা ৫৫ মিনিট, যাত্রী ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে যাবে।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনার হজ ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ