শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


তারেককে দেশে ফিরিয়ে আনতে পারবে না সরকার: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সক্ষমতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন। সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের প্রতিবাদে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সঙ্গে আলোচনা চলছে’ ।

সোমবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও পদ নবায়ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান আরও বলেন, 'আইনমন্ত্রী এ ধরনের বহু কথা বলেছেন। তারেক রহমানকে ফিরিয়ে আনার সক্ষমতা সরকারের নেই। ইন্টারপোল পরিষ্কার বলে দিয়েছে—এ ইস্যুতে তারা মাথা ঘামাতে রাজি নয়।'

বিএনপির এই নেতা বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন আন্দোলন করেছে আওয়ামী লীগ। এই তত্ত্বাবধায়ক সরকার যখন বিএনপি চাচ্ছে, তখন আওয়ামী লীগ বলছে, সেটা সংবিধানে নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়; নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।'

সন্তান নয়, আল আকসার মুক্তি চাই: একজন তুর্কি মা (ভিডিও)

রাজশাহী নগর বিএনপি সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ