রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
পবিত্র মক্কা নগরীতে হজের মৌসুমে বাহারি রঙের কবুতর দেখা যায়। ইসলাম এসব কবুতর শিকার নিষিদ্ধ করেছে। শিকার করলে ফিদিয়া ওয়াজিব হয়।
জিলহজ মাসের শুরুর দিকে মদিনা মুনাওয়ারা থেকে কবুতরগুলো মক্কায় আসে এবং হজ শেষে মদিনায় ফিরে যায়।
সংবাদ সংস্থা আল আরাবিয়া ডটনেট-এর একটি প্রতিবেদনে বলা হয়, হজের মৌসুমের শুরুর দিকে এসব কবুতর ঝাঁকে ঝাঁকে মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় আসে এবং হজ শেষে আবার মদিনায় ফিরে যায়।
মক্কায় আসা এ কবুতরের ব্যাপারে ধারণা করা হয়, রাসুল সা. গারে সাউর (হেরা গুহায়) অবস্থানকালে মক্কার কাফেরদের দৃষ্টি থেকে তাকে আড়াল করার জন্য যেই কবুতর গুহার মুখে বাসা তৈরি করেছিল এই কবুতর সে সমস্ত কবুতরেরই বংশধর।
অনেকে বলেন, হযরত নুহ আ. এর সময়ে আল্লাহর পক্ষ থেকে আসা তুফান যখন থেমে গেল, তখন তিনি শুষ্ক জমিনের খোঁজে বের হলেন এবং সেই কাজে একটি কবুতর ব্যবহার করলেন। আর মক্কায় আগমনকারী কবুতর সে সমস্ত কবুতরেরই বংশধর।
ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় নির্বাচন করবেন?
সূত্র: আল আরাবিয়া ডটনেট