বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক

বিশ্বে কুরআনের ২য় বৃহ‍ৎ ছাপাখানা মালয়েশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ায় পুত্রাজায়াতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কুরআন প্রিন্টিং কমপ্লেক্স প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং সে অনুযায়ী কাজও শুরু হয়েছে।

সরকারের এমন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন ডেপুটি প্রধানমন্ত্রী ড. আহমেদ জাহিদ হামিদি।

তিনি বলেন, বৃহৎ এই কুরআন প্রিন্টিং প্রেসের নাম রাখা হয়েছে- ‘নাশরুল কুরআন’ সেন্টার। এর নির্মাণ কাজ শেষ হতে খরচ হবে প্রায় ৬০ মিলিয়ন রিংগিত, যা বাংলাদেশের টাকায় প্রায় ১১৪০০০০০০০ (একশত  চৌদ্দ কোটি)।

তিনি বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে এই ছাপাখানার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। এখানে ব্যবহার করা হবে উন্নত সব প্রযুক্তি।

মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব রাজাক সিদ্ধান্ত নিয়েছেন, নাশরুল কুরআন প্রিন্ট সেন্টারটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কোরআন প্রিন্ট কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।

আশা করা হচ্ছে, এই ছাপাখানা থেকে প্রতি বছর পবিত্র কুরআনের ১০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করা হবে। তবে বছরে ৩০ লাখ পাণ্ডুলিপি প্রিন্ট করার ক্ষমতা এই প্রেসের থাকবে।

নাশরুল কুরআন প্রিন্টিং প্রেস থেকে ইংরেজি, চীনা, বাহাসা, থাই, রাশিয়ানসহ অন্যান্য ভাষায় অনুদিত কুরআনও প্রিন্ট করা হবে।

সৌদি আরবের ‘কিং ফাহাদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্স’ বিশ্বের বৃহৎ কুরআন প্রিন্টিং প্রেস। এখান থেকে বিশ্বের ৭০টিরও বেশি ভাষায় প্রতি বছর লাখ লাখ কোরআন প্রিন্ট করা হয়।

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ