মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


নতুন ইমোজিতে হিজাব পরা মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্র ভিত্তিক টেক জ্যায়ান্ট অ্যাপল তাদের ইমোজি ভান্ডারে নতুন ইমোজি হিসেবে হিজাব পরা মুসলিম নারীর ছবি অন্তর্ভূক্ত করেছে ।

আন্তর্জাতিক ইমোজি দিবস উপলক্ষে সোমবার অ্যাপল ১২টি নতুন ইমোজি প্রকাশ করে। সেখানেই হিজাব পরিহিত মুসলিম নারীর ইমোজি উন্মুক্ত করা হয়। এটি ছাড়াও নতুন ইমোজিগুলোর মধ্যে স্তন্যদানকারী মা, দাড়িওয়ালা ব্যক্তি, ধ্যানমগ্ন সাধু অন্যতম।

অ্যাপল তাদের প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ব্যাবহারকারীরা তাদের মনের কথা যেন আরও সহজে ইমোজির মাধ্যমে প্রকাশ করতে পারে, তারই প্রচেষ্টা হিসেবে এই নতুন ইমোজিগুলো অন্তভর্‚ক্ত করা হয়েছে।

গত বছরের নভেম্বরে জার্মানিতে বসবাসকারী ১৫ বছর বয়সী সৌদি কিশোরী রেয়ফ আলহুমেদী হিজাব পরিহিত মুসলিম নারীর ছবি ইমোজি হিসেবে অন্তর্ভুক্ত করা নিয়ে ক্যাম্পেইনিং শুরু করে। রেয়ফ ২০১৬’র সেপ্টেম্বরে ইউনিকোড নামক একটি প্রতিষ্ঠানের কাছে অনুরোধ করে। অত:পর ইউনিকোড তার এ প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে।

হিজাব পরা নারীর উপর হামলাকে হেট ক্রাইম হিসেবে তদন্ত করছে ব্রিটিশ পুলিশ

-এজেড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ