শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


খুলে দেওয়া হয়েছে আল আকসা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারইসলাম: দুইদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আল আকসা জামে মসজিদ। গত শুক্রবার ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর ইসরাইলি পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দেয়। শুক্রবারে জুমার নামাজও পড়তে দেয়া হয়নি।

গতকাল রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে মসজিদ খুলে দেয় পুলিশ।

তবে ভবিষ্যতে নিরাপত্তা বৃদ্ধির জন্য সেখানে মেটাল ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, আল আকসায় মেটাল ডিটেক্টর বসাতে নির্দেশ দেওয়া হয়েছে, আর মসজিদ রবিবার খুলে দিতে বলা হয়েছে।

গত শুক্রবার আল আকসা মসজিদ এলাকায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়। গোলাগুলির ঘটনার পর ইসরাইলের পুলিশ আল আকসা মসজিদ বন্ধ করে দেয়।

ইসরাইলের পুলিশের দাবি, নিহত তিনজন গুলি ছুঁড়ে তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়। এ ঘটনায় জেরুজালেমের শীর্ষ মুসলিম নেতা শেখ মুহাম্মদ আহমেদ হুসেইনকে আটক করা হয়। তিনি কুদসের গ্র্যান্ড মুফতি।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ