বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


ইশারায় কুরআন শিখতে পারবে বধিররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মালয়েশিয়ার ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির একদল গবেষক বধিরদের জন্য ইশারায় কুরআন শিক্ষার আলোকে বিশেষ সফটওয়্যার নির্মাণ করেছে।

যারা কানে কম শোনে অথবা বধির তারা এরপর থেকে এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে আরও সহজে কুরআন শিখতে পারবে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির গবেষক গ্রুপ বধিরদের কুরআন শিক্ষা ও ইবাদত বান্দেগী প্রশিক্ষণ দেয়ার জন্য এই সফটওয়্যার নির্মাণ করেছে। এই সফটওয়্যারে ইশারার মাধ্যমে কুরআন শিক্ষা এবং ইবাদতের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

ইসলামী সায়েন্স ইউনিভার্সিটির কুরআন ও সুন্নাহ বিভাগের অধ্যাপক 'মুহাম্মাদ রানুসবলেন: এই সফটওয়্যারটি নির্মাণ করতে ৭৮০০ রিঙ্গিত (প্রায় ১৬০০ ডলার) ব্যয় হয়েছে। যারা কানে কম শোনে এবং বধিরদের কথা চিন্তা করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন: এই সফটওয়্যারের মাধ্যমে বধিররা অতি সহজ ভাবে কুরআন শিক্ষা অর্জন করতে পারবে। এছাড়াও ইসলাম ধর্মের প্রাথমিক রীতি-নীতি সম্পর্কে অবগত হতে পারবে।

নব নির্মিত এই সফটওয়্যারটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত "আন্তর্জাতিক ইনোভেশন ২০১৭" গোল্ড মেডেল পেয়েছে।

-এজেড


সম্পর্কিত খবর