শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ভারতে জবাইয়ের জন্য গরু বিক্রি করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে জবাই করার উদ্দেশ্যে গরু কেনাবেচা নিষিদ্ধ করে জারি করা সরকারের আদেশ বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

এ সংক্রান্ত তামিলনাড়ুর একটি মামলা মাদ্রাজ হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। মঙ্গলবার এর রায়ে সুপ্রিম কোর্ট ওই নির্দেশ দেয়।

গত মে মাসে ভারত সরকার জবাই করার জন্য হাটে গরু কেনাবেচা নিষিদ্ধ করে। সরকারের ওই আদেশে আরও বলা হয় হাট- বাজারে কেবল কৃষিকাজ, ডেইরি ফার্ম ও চাষাবাদের জন্য গরু বেচাকেনা করা যাবে।

এ আদেশ জারির পর থেকেই ভারত জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

আসাম ও মিজোরাম রাজ্যে খোদ ক্ষমতাসীন দল বিজেপির এমপিরা পর্যন্ত প্রকাশ্যে এ আদেশের বিরুদ্ধাচারণ করেন।

-এআরকে


সম্পর্কিত খবর