শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদি আরবে পুলিশের উপর সন্ত্রাসী হামলা, নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে পুলিশের টহল গাড়িতে বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তা নিহত ও আরো অন্তত ছয়জন আহত হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এক প্রতিবেদনে বলছে, কাতিফের আল-মাসুরা এলাকায় পুলিশের গাড়িবহরে বোমা হামলায় কর্পোরাল আবদুল্লাহ ত্রেইকি আল-তুর্কি নামে এক কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ছয় পুলিশ কর্মকর্তা।

হামলার জন্য সন্ত্রাসীদের দায়ী করা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার সকালের দিকে কাতিফের একই এলাকায় বোমা হামলায় এক পুলিশ সদস্য নিহত ও আরো তিনজন আহত হয়।

মসজিদুল হারামে হামলার পরিকল্পনা নস্যাৎ

সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফে গত মাসে বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের প্রাণহানি ঘটে। দেশটিতে সমানাধিকারের দাবিতে ২০১১ সাল থেকে আন্দোলন করে আসছে শিয়ারা। তখন থেকেই বেশ কয়েকবার বোমা হামলার ঘটনা ঘটেছে কাতিফে। সৌদি কর্তৃপক্ষ কাতিফে অস্থিতিশীলতার জন্য সন্ত্রাসী ও মাদক চোরাকারবারীদেরকে দায়ী করে আসছে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ