বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মাদক সেবনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ২৬জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ২৬ জনকে আটক করা হয়।

জানা যায়, বিভন্ন অপরাধ কর্মকান্ড রুখতে সন্ধার পর সোহরাওয়ারদী উদ্যানে অবস্থানের উপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আটকৃতরা ভিতরে অবস্থান করে। জানতে পেরে রাত ১১টায় পুলিশ সেখানে অভিযান চালায়। এতে ডাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ২৬জন মাদকসেবী আটক হয়।

আটকদের মধ্যে পুলিশ সাতজনের নাম জানিয়েছে। তাঁরা হলেন ঢাবির সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজন সরকার, আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আরিফুল ইসলাম ও নবায়নযোগ্য শক্তি ইনস্টিটিউটের স্নাতকোত্তরের ছাত্র ফয়সাল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রাব্বি, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফজলে রাব্বি ভূঁইয়া।

আটক অন্যদের সবাই অছাত্র বলে জানিয়েছে শাহবাগ থানার একটি সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, সন্ধ্যার পর সোহরাওয়ার্দী উদ্যানে নিষেধাজ্ঞা থাকলেও ওই ২৬ জন সেখানে প্রবেশ করে মাদক সেবন করছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ