মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


মাকতাবাতুল আযহার সিলেট শাখার উদ্বোধন ৯ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল আযহার’ সিলেট শাখা খুলতে যাচ্ছে। আগামী ৯ জুলাই রবিবার বাদ আসর এটি উদ্বোধন করা হবে।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাকতাবাতুল আযহারের সত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী

মুনাজাত করবেন সিলেটের দরগাহ মাদরাসার মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক

এছাড়াও সিলেটের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সিলেটের হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় মাকতাবাতুল আযহারের এ শাখা উদ্বোধন হতে যাচ্ছে।

মাকতাবাতুল আযহার সিলেট শাখার সত্বাধিকার মাওলানা আবুল কালাম আজাদ জানান, শাখাকেন্দ্রটিতে শুধু আযহারের প্রকাশনা বা পরিবেশনকৃত বই নয়; সিলেবাসের অন্তর্ভুক্ত দেশি-বিদেশি সবধরণের কিতাব-বই অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হবে।

উল্লেখ্য, মাকতাবাতুল আযহার দেশের অন্যতম ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান। সম্প্রতি একসময়ের চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর জীবনভিত্তিক বই ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ প্রকাশ করে দেশে বিদেশে আলোচিত হয়েছে।

সাড়া ফেলেছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ