আওয়ার ইসলাম : আল্লামা মোস্তফা আল হুসাইনী রহ. আজ ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন একাধারে একজন মুহাদ্দিস, শায়খুল হাদিস ও সুবক্তা। বক্তা হিসেবে তিনি ছিলেন সাড়া দেশে ব্যাপক সমাদৃত।
তিনি সুস্থ থাকতে দেশের অধিকাংশ ইসলামী মহাসম্মেলনে তিনি বয়ান করতেন এবং তা পরিচালনা করতেন। সর্বশেষ তিনি ফেনীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন বয়ান পেশ করেন।
বয়ানে তিনি আমানত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা কুরআনে মানুষকে আমানত আদায়ের নির্দেশ দিয়েছেন। ‘আমানাত’ তথা বহু বচন ব্যবহার করেছেন। এর অর্থ হলো আমাদের উপর অনেক আমানত রয়েছে। আর ঠিক আমানত আদায় না করায় সমাজে যতো অশান্তি হচ্ছে।
আল্লামা মোস্তফা আল হুসাইনী আর নেই
তিনি আরও বলেন, মানুষের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে তার শরীর। শরীর আল্লাহর হুকুম মতো চালাতে হবে।
বিস্তারিত শুনতে :