শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ঢাকা ও ঢাকার বাইরের কিছু শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার নাম ও ঠিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই মহিলা মাদরাসায় পড়তে বা পড়াতে চান বলে ইনবক্স করেন। কিন্তু কোথায় পড়বেন, কোথায় কোথায় মহিলা মদরাসা আছে তা অনেকেই জানেন না, ফলে অনেকেই কাঙ্খিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন না। তাই তাদের জন্য ঢাকার ও ঢাকার বাইরের কিছু শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার নাম দেওয়া হল।

সবাই হয়তো নিজের এলাকায় ভালো মাদরাসাগুলো পাবেন না, ভালো কিছু পেতে হলে যেমন ত্যাগ স্বীকার করতে হয় তেমন ভাল জায়গায় পড়তে দূরে যেতে হয়৷ জেনে নিন আপনার পছন্দের কাছাকাছি কোনো মাদরাসার ঠিকানা। তথ্য সংগ্রহে- হাফিজুল হক ফাইয়ায

রাজধানী ঢাকার শীর্ষ কওমি মহিলা মাদরাসা

১. রামপুরা জাতীয় মহিলা মাদরাসা,৩১৭/৬,উলন রোড,পশ্চিম রামপুরা, ঢাকা৷০১৯২১৩৫২৫৬৫
২. আল মানার মহিলা মাদরাসা, ৬৪৯/৪, কামালখান সড়ক,ইব্রাহিমপুর, কাফরুল,মিরপুর৷
৩. ইবরাহিমিয়া মহিলা মাদরাসা, কাজলারপাড়, যাত্রাবাড়ি, ঢাকা
৪. জামিয়া সিদ্দিকিয়া নুরানি মহিলা মাদরাসা, মিরপুর-২, ঢাকা
৫. মদিনাতুল উলুম মহিলা মাদরাসা, তুরাগ, ঢাকা
৬. উম্মাহাতুল মুমেনিন হয়রত আয়েশা সিদ্দিকা মাদরাসা, দারুস সালাম, ঢাকা
৭. আল মাদরাসা আল মাদানিয়া আল আরাবিয়া,মিরপুর ১২, পল্লবী, ঢাকা
৮. হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, লালবাগ, ঢাকা
৯. জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসা, ছনটেক, যাত্রাবাড়ী, ঢাকা
১০. আনোয়ারুল উলুম মহিলা মাদরাসা, আশরাফাবাদ, কামরাঙীচর, ঢাকা
১১. দারুল উলুম মহিলা মাদরাসা, উত্তর গোলাপবাগ, ঢাকা
১২. আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, উত্তরা-১০, ঢাকা
১৩. মাদরাসা ফাতেমাতুজজোহরা, মুহাম্মাদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা
১৪. মাহাদু তালিমিল বানাত্, আল-হেরা টাওয়ার, খিলখেত, ঢাকা
১৫. আয়েশা সিদ্দিকা দারুল উলুম মাদরাসা, কদমতলী, ঢাকা
১৬. নুরে হেরা মহিলা মাদরাসা, কোম্পানিঘাট, হাজারিবাগ, ঢাকা
১৭. মাদরাসাতুল কিতাব ওয়াসসুন্নাহ, শেরশাহসুরী রোড, মুহাম্মদপুর, ঢাকা
১৮. মাদরাসা আয়েশা সিদ্দিকা, ঢালকানগর, সুত্রাপুর, ঢাকা
১৯. ইকরা দারুল কারিম মহিলা মাদরাসা, দখিন কেরানিগনজ, ঢাকা
২০. জামেয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মুমসিহাটি, কামরাঙিচর, ঢাকা
২১. হাজী আব্দুর রশিদ দারুল উলুম মহিলা মাদরাসা, শিবপুর, সাভার, ঢাকা
২২. আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, দেবিনগর মাঝিরচর বাজার, দোহার, ঢাকা
২৩. খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, নবোদয় হাউজিং, মুহাম্মদপুর, ঢাকা
২৪. হযরত ফাতিমা তালিমুদ্দিন মহিলা মাদরাসা, মেরাজনগর, কদমতলি, ঢাকা
২৫. আল্লাহর দান বালিকা মাদরাসা, পুর্ব নয়াপাড়া গাজিপুর সদর, ঢাকা
২৬. নুসাইবা বালিকা মাদরাসা (দখিন বারিধারা), মেরুল বাড্ডা, ঢাকা
২৭. জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মজিপুর, সাভার, ঢাকা
২৮. তাহিরাতুন নিসা মহিলা মাদরাসা, ভাটারা বাড্ডা, ঢাকা
২৯. হযরত আয়েশা সিদ্দিকা আন্না বিবি মহিলা মাদরাসা, উত্তর কাফরুল, ঢাকা
৩০. রশিদিয়া ইবরাহিমিয়া মহিলা মাদরাসা, পলাশপুর, ডেমরা, ঢাকা
৩১. ফাইজুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, বছিলা, মুহাম্মদপুর, ঢাকা
৩২. কোনাবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসা,গাজীপুর
৩৩. উম্মাহাতুল মুমেনিন মহিলা মাদরাসা,ভাটারা মোড়,গুলশান
৩৪. তা'লীমুদ্দীন মহিলা মাদরাসা, কচুক্ষেত,ক্যান্টনমেন্ট,ঢাকা
৩৫. মাহমুদিয়া মহিলা মাদরাসা
সাইনবোর্ড,ডেমরা

ঢাকার বাইরের শীর্ষ কওমি মহিলা মাদরাসা

১. খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, নন্দিনা পশ্চিম বাজার, জামালপুর সদর
২. খাতুনে জান্নাত কামরুন্নেছা মহিলা মাদরাসা, জালেশ্বরীতলা, ঠাকুরগাও সদর
৩. সিদ্দিকিয়া বালিকা শিশু সদন ও মহিলা মাদরাসা, ঝিনাইগাতি ব্রিজপাড়, শেরপুর
৪. জামিয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা মাদরাসা, চরমোনাই, বরিশাল সদর
৫. আয়েশা(রা:) মহিলা মাদরাসা, লালখান বাজার, খুলশি, চট্টগ্রাম
৬. আলমতাজ মহিলা মাদরাসা, শাহেদনগর, সিরাজগনজ সদর
৭. ফাতেমাতুজ যাহরা বালিকা মাদরাসা, হাজি খলিলুর রহমান রোড, ভোলা সদর
৮. আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা কমপ্লেক্স, ইপিজেড রোড, কুমিল্লা সদর
৯. মারকাযুস সুন্নাহ আল ইবরাহিমি মহিলা মাদরাসা, আঙাউড়া, দাউদকান্দি, কুমিল্লা
১০. তালিমুল কুরআন মহিলা মাদরাসা, জয়দেবপুর, পুর্ববরুদা, গাজিপুর সদর
১১. আল্লাহর দান বালিকা মাদরাসা, পুর্ব নয়াপাড়া, গাজিপুর সদর
১২. জামিয়া উসমানিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, সাতাইশ, টঈি, গাজিপুর
১৩. হযরত হাফসা মহিলা মাদরাসা, বানিদাপাড়া (মিলসগেট), কালিগনজ, ঝিনাইদহ.
১৪. সুফফাহ মহিলা মাদরাসা, জলিলপুর, মহেশপুর, ঝিনাইদহ
১৫. মাদরাসা আয়েশা সিদ্দিকা, পশ্চিম দাশড়া, মানিকগনজ সদর
১৬. খাদিজা বিনতে খুওয়াইলিদ মহিলা মাদরাসা, আওরাঙা বাজার, মানিকগনজ সদর
১৭. আল জামিয়াতুল ইসলামিয়া, খালপাড়া, লৌহজং, মুন্সিগনজ
১৮. জামেয়া ইসলামিয়া জাহারুননেছা, ডেকরপাড়া, মুন্সিগনজ সদর
১৯. জামিয়া আরাবিয়া লিল বানাত, সোনারং, টঈিবাড়ি, মুন্সিগনজ
২০. আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, মনোহর বাজার রোড, পালং, শরিয়তপুর
২১. জামেয়া ইসলামিয়া ফজিলাতুননেছা লিল বানাত, শাহ পরান সড়ক, ২নং ওয়ার্ড, বরিশাল সদর
২২. জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ যাহরা, সেকশন রোড, ভাটিথানা, বরিশাল সদর
২৩. রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, নিশিন্দারা কারবালা, বগুড়া সদর
২৪. তাহযীবুল বানাত মহিলা মাদরাসা, স্টাফ কোয়ার্টার রোড, বগুড়া সদর
২৫. রাবেয়া বসরি মহিলা মাদরাসা, শিকারপুর পুর্বপাড়া, বগুরা সদর
২৬. জামিয়া ফাতেমাতুজ যাহরা মহিলা মাদরাসা, দয়ামীর, উসমানি নগর, সিলেট
২৭. আল জামিয়াতু ত্বয়িবাহ মহিলা মাদরাসা, সুলতানপুর, বালাগনজ, সিলেট
২৮. মাসরাসাতুল বানাত দারুল হাদিস, বারুতখানা, সিলেট সদর
২৯. মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা, গলগন্ডা, মোমেনশাহি সদর
৩০. রাহাতুল জান্নাহ মহিলা মাদরাসা, বাগডহর, কোতয়ালি, মোমেনশাহী
৩১. জামিয়া খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, বাওলা, ফুলপুর, মোমেনশাহী
৩২. জামিয়াতুজ জাহরা মহিলা মাদরাসা, বালিয়া, ফুলপুর, মোমেনশাহী
৩৩. নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮ নং বগাবাড়ি, মোমেনশাহী সদর
৩৪. আল হেরা মহিলা মাদরাসা, গাবতলি, চাড়িপাড়া, মুক্তাগাছা, মোমেনশাহী
৩৫. মাফাকিরুল আরিফ মহিলা মাদরাসা, মাইজবাড়ি, মোমেনশাহী সদর
৩৬. ছাওতুল হেরা মহিলা মাদরাসা, রায়বাজার, ইশ্বরগনজ, মোমেনশাহী
৩৭. জামিয়া আশরাফিয়া মহিলা মাদরাসা, সি-১৬, সেক্টর-৭, যশোর সদর
৩৮. আমেনা মহিলা মাদরাসা, নওয়াপাড়া, অভয়নগর, যশোর
৩৯. জামিয়া ইমদাদিয়া মাদানিনগর, মনিরামপুর, যশোর
৪০. আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, সল্প মারিয়া, কিশোরগনজ সদর
৪১. হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, ভৈরবপুর, ভৈরব, কিশোরগন্জ
৪২. খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, শুম্ভপুর, ভৈরব, কিশোরগনজ
৪৩. জামিয়া রাহেলা পারভিন তাহযীবুল বানাত, পুর্ব চকপাড়া (নুর মসজিদ), নেত্রকোনা সদর
৪৪. ফাতিমাতুজ যাহরা মহিলা মাদরাসা, নিশ্চিন্তপুর, নেত্রকোনা সদর
৪৫. বাগে জান্নাত মহিলা মাদরাসা, ব্রাম্মনজাত, কেন্দুয়া, নেত্রকোনা
৪৬. জামিয়াতুল আরবিয়া খাদিজাতুল আরবিয়া, শেখপাড়া, সানাডাঙা, খুলনা
৪৭. আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, আরজী, ডুমুরিয়া, খুলনা
৪৮. আশরাফুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদরাসা, নিরালা, প্রান্তিকা, খুলনা সদর
৪৯. ইবরাহিমিয়া আমিনিয়া মাদরাসা, আটি ওয়াপদা কলোনি রোড, সিদ্ধিরগনজ, নারায়নগন্জ
৫০. দারুল হুদা মহিলা মাদরাসা, ভুইগড়, ফতুল্লা, নারায়নগন্জ
৫১. আশরাফিয়া মহিলা মাদরাসা, নয়াআটি, চিটাগাং রোড, সিদ্ধিরগনজ, নারায়নগন্জ
৫২. দারুস সুন্নাহ মহিলা মাদরাসা, রাজঘর খালিয়ারা, বি-বাড়িয়া সদর
৫৩. খাতুনে জান্নাহ মহিলা মাদরাসা, মুনাসেফপাড়া, বি-বাড়িয়া সদর
৫৪. জামেয়া ইসলামিয়া ইবরাহিমিয়া মহিলা মাদরাসা, কাউতলি, বি-বাড়িয়া সদর
৫৫. হযরত ফাতেমা মহিলা মাদরাসা, হরিপুর, কালিহাতি, টাঙ্গাইল
৫৬. রাবেয়া বসরি মহিলা মাদরাসা, জেলা সদর, টাঙ্গাইল
৫৭. জামিয়া আয়েশা সিদ্দিকা লিল বানাত, গোড়াকি (কাজিনগর), মির্জাপুর, টাঙ্গাইল
৫৮. রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, জেলখানার মোড়, তরোয়া, নরসিংদি সদর
৫৯. সিরাজুল উলুম মহিলা মাদরাসা, উত্তর সাটিরপাড়া, নরসিংদী সদর
৬০. আল মাহমুদিয়া মহিলা মাদরাসা, বিরামপুর, নরসিংদী সদর
৬১. আল-হুদা মহিলা মাদ্রাসা, হাটহাজারি

মনে রাখতে হবে ধর্মীয় শিক্ষা ছাড়া আদর্শ মানুষ গঠন করা সম্ভব নয়। ইসলামই হচ্ছে মানবতার একমাত্র শান্তির মডেল। পূর্ণ ইসলামী বিধি-বিধান চর্চাই হচ্ছে মু’মিনের একমাত্র লক্ষ্য। পার্থিব জীবনের সামান্য ভোগবিলাসের জন্য অনন্ত জীবনের পাথেয় সংগ্রহ করা থেকে ভুলে থাকা জ্ঞানীর কাজ নয়। নিজে সত্যিকারের মুসলিম হই ও পরিবারকে এ পথে আনার আপ্রান চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।আমীন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ