মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’ শুরু অভিযানে বিএনপি নেতার মৃত্যু নিয়ে যা বলছে সেনাবাহিনী মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

ভারতে হেফাজতের বিরুদ্ধে উগ্র হিন্দুদের মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বাড়াবাড়ি যেনো দিন দিন বেড়েই চলেছে।ভারতীয় মুসলিমদের উপর বিভিন্ন ধরনের অন্যায় নিপীড়ণের অভিযোগ রয়েছে সংগঠনটির বিরুদ্ধে। গো-রক্ষার নামে ভারতে চলমান মুসলিম বিরোধী সহিংসতায় উস্কানি ও নেতৃত্ব দেয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এবার তারা বাংলাদেশের হেফাজতে ইসলামকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতায়।

গতকাল শনিবার সকালে ভারতের পশ্চিমঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের পাশে বেকবাগান মোড়ে বিক্ষোভ করেন সংগঠটির শতাধিক নেতাকর্মী।

হিন্দু পরিষদের নেতাকর্মীরা প্রথমে কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে জড়ো হন। এরপর সেখান থেকে তাঁরা দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার নিয়ে বাংলাদেশ উপদূতাবাসের দিকে যান। তবে মিছিলটি বেকবাগান মোড়ে যেতেই পুলিশ তাঁদের বাধা দেয়। মিছিলে ভিএইচপি ছাড়াও বজরং দল, বিজেপি ও হিন্দু বৌদ্ধ মন্দির কমিটির নেতাকর্মীরা অংশ নেন। সেখানে বাংলাদেশের হেফাজতে ইসলামের নিষিদ্ধের দাবি তোলেন নেতাকর্মীরা।

আবারও হেফাজতের সমালোচনায় ড. আব্দুর রাজ্জাক

মিছিলে অংশ নিয়ে বজরং দলের নেতা অভিজিৎ মজুমদার বলেন, ‘বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দিনের পর দিন অত্যাচার করছে মুসলিম মৌলবাদীরা। যার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। বাংলাদেশে এই অত্যাচারের ফলে অনেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। শেখ হাসিনার সরকার তাঁদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে।’

একই সময় তারা বাংলাদেশের জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী উল্লেখ করে তা নিষিদ্ধের দাবি জানায়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ