শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

উন্নত চিকিৎসার জন্য ভারত আসলেন কুয়েতের আমীর শেখ সাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারত অবস্থান করছেন কুয়েতি আমির শেখ সাবা আল আহমদ। তিনি ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ হৃৎপিণ্ডের জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

শেখ সাবা ভারতের গ্রেটার নয়ডারে জেপি (জয়পি) রিসোর্টে অবস্থান করছেন এবং জেপি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে ২০ সদস্যের  একটি  চিকিৎসক টিম আমির ও তার পরিবারের স্বাস্থ্য সেবায় ব্যস্ত রয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনবিটি জানায়, একাধিক রোগের চিকিৎসার জন্য ভারতে আসা কুয়েতি আমিরের সঙ্গে আছেন তার স্ত্রীগণ এবং পরিবারের ২৮ সদস্য।

চিকিৎসক দলের সদস্য ডেন্টাল সার্জন প্রবীণ কুমার জানান, কুয়েতি আমীর পৌঁছানোর প্রায় একমাস আগে তার ব্যক্তিগত প্রধান চিকিৎসক সদলবলে জেপি হাসপাতাল পরিদর্শনে আসেন। সে সময় তারা ভারতের বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেন। শেষে জেপি হাসপাতালকে পছন্দ করেন।

হাসপাতাল সূত্র জানায়, শেখ সাবার স্বাস্থ্যগত বেশকিছু জটিলতা রয়েছে। তার হৃৎপিণ্ডের ধমনীতে কৃত্রিম নল স্থাপন করা হয়েছে। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর কিডনি সমস্যায়ও ভুগছেন।

তিনি গত সোমবার ভারতে পৌঁছান এবং আগামীকাল শুক্রবার দেশে ফিরে যাবেন।

প্রসঙ্গত, সৌদি আরব ও আরব আমিরাতের নেতৃত্বে প্রতিবেশী ক্ষুদ্র দেশ কাতারকে অবরোধ করা নিয়ে চলমান উপসাগরীয় সংকট দূরীকরণে ওই অঞ্চলের অপর ক্ষুদ্র দেশ কুয়েতের আমির শেখ সাবাহ ব্যাপক তৎপরতা চালান।

অসুস্থ শরীর নিয়েও তিনি সফর করেন সৌদি আরব-কাতারসহ সংশ্লিষ্ট দেশগুলো। ২০১৪ সালে কাতারকে নিয়ে সৃষ্ট জটিলতা তার দূতিয়ালিতে দূর হলেও এবার তা হয়নি। এ নিয়ে তার মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ