শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


শহরে ফিরতে শুরু করেছে মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের আমেজ শেষ হয়ে আসতে শুরু করেছে। খুলছে অফিস আদালত। প্রিয়জনের সাথে সময় কাটিয়ে নগরে ফিরছেন গ্রামের মানুষ। বুধবার সকাল থেকেই শুরু হয় গ্রামে ঈদ করতে যাওয়া মানুষের ফিরে আসার তাড়া।

বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা থাকায় ঢাকায় ফিরেই কর্মব্যস্ত হয়ে পড়ছেন অনেকেই।

তবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠান এখনও বন্ধ থাকায় শিক্ষার্থীরা হয়তো আরও দুই-চারদিন আরাম-আয়েশেই থাকবেন।

বুধবার সকালে, দেশের নানা অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছে। সরকারি চাকুরে, শিক্ষার্থী বা যারা ঈদে গ্রাম ফেরত মানুষের ভিড় এড়াতে চান তারাই আজ রাজধানীতে ফিরেছেন।

সড়কপথের যাত্রীরা ভোরেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ডগুলোতে নেমেছেন। যানজট না থাকায় নিয়মিত সময়ের চেয়ে ৩ থেকে ৪ ঘন্টা আগে পৌছেছে দূরপাল্লার বাসগুলো।

যারা ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা রাজধানী ঢাকায় আসতে শুরু করলেও রাজধানীর কর্মচাঞ্চল্য ফিরে আসতে কিছুটা সময় লাগবে। ঢাকার প্রধান সড়কগুলোতে এখনও ফাঁকা। মানুষ ও যানবাহনের চলাচল সীমিত। হোটেল, রেস্টুরেন্ট খোলেনি। অধিকাংশ দোকানপাট খোলেনি। মূলত জনবহুল রাজধানী এখনও অনেকটাই ফাঁকা।

আল্লামা আহমদ শফীর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি, বাসায় ফিরবেন শিগগির


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ