শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


অবরুদ্ধ কাতারের জন্য ইরানের সব দরজা খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ কাতারের জন্য ইরানের আকাশ, নৌ ও স্থল পথসহ সব দরজা খোলা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রোহানী। খবর আল জাজিরার।

কাতারের আমিরের সঙ্গে ঈদের পর এক ফোন আলাপে রোহানী সৌদি জোটের নিষেধাজ্ঞার নিন্দা জানান।

হাসান রোহানী বলেন, কাতারের জন্য ইরানের আকাশ, স্থল ও নৌপথসহ সব পথ খোলা।

দুই দেশের বন্ধুত্ব অটুট থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

রোহানী বলেন, আঞ্চলিক চাপ, ভয় বা নিষেধাজ্ঞা কোনো মতানৈক্যের সমাধান হতে পারে না। সুতারাং সৌদি জোটের এ নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশবাসীর জন্য ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দেশটি সবসময় পারস্পারিক সহযোগিতার জন্য আন্তরিক। কিন্তু সৌদি জোটের দেয়া শর্ত বাস্তবায়নযোগ্য নয়।

ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক আরো উন্নত ও শক্তিশালী হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ