নুরানী শিক্ষা পদ্ধতির আবিস্কারক মাওলানা কারী বেলায়েত হুসাইনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
আজ এক বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, মাওলানা বেলায়েত হুসাইন দেশে শিশুদের কুরআনী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।
বাংলাদেশের মুসলিম সন্তানদের নুরানী পদ্ধতিতে সহীহ কুরআন, মাসয়ালা মাসয়িল, সুন্দর হস্তলিপি শিক্ষার যে খেদমত করে গেছেন তা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নসীব করুন।
তারা মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জনান এবং দোয়া করেন আল্লাহ যেন তাদের সবরে জামীল দান করেন।
উল্লেখ্য তিনি আজ ২৪ জুন শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে মোহাম্মদপুরের বাসায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.. রাজিউন।
কেমন আছেন নুরানী পদ্ধতির আলো হাতে ঘুরে বেড়ানো কারী বেলায়েত হুসাইন?