বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

ঈদে ঢাকা-রাজশাহী রুটে বিশেষ ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করবে একটি বিশেষ ট্রেন। বৃহস্পতিবার (২২ জুন) থেকে ঈদ স্পেশাল নামের এ ট্রেনটি চলবে। বর্তমানে এ রুটে পদ্মা, সিল্কসিটি ও ধূমকেতু এক্সপ্রেস নামে তিনটি ট্রেন চলাচল করছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন-মাস্টার ময়েন উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ময়েন উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার থেকে বিশেষ ট্রেনটি ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। এছাড়া ঈদের পরদিন থেকে আবার পরবর্তী সাতদিন চলাচল করবে। দুটি এসি বগিসহ এ ট্রেনে ১১টি বগি রয়েছে। ট্রেনটি প্রতিদিন দুপুর দেড়টায় ঈদ স্পেশাল-৪ নামে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। আবার ঈদ স্পেশাল-৩ নামে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।’

তিনি আরও বলেন, ‘এ রুটের আগের সব ট্রেন নিয়মিত সময়সূচিতেই চলবে। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের কোনও অফ-ডে থাকবে না। তবে ঈদের আগের দিন রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে না।’

ময়েন উদ্দিন জানান, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজশাহী-ঢাকা রুটের বাড়তি একটি ট্রেনের কারণে ঈদের পর কর্মক্ষেত্রে ফেরা মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এদিকে, যাত্রী হয়রানি বন্ধে রেল পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

এ ব্যাপারে ময়েন উদ্দিন বলেন, ‘ট্রেনের টিকিট বিক্রিতে যাতে কোনও ধরনের সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ