শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকার শীর্ষে যারা (মহিলা)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আজ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ৪০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুপুর সাড়ে বারোটা নাগাদ এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে মহিলা বিভাগে যারা মেধা তালিকার শীর্ষে রয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হলো। এখানে মহিলা বিভাগের ৬ স্তরে মোট ১৭৫ ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। এর মধ্যে কিতাব বিভাগের ৪ স্তর থেকে ১৬৯ জন।হিফজুল কুরআনে ৪ জন এবং কেরাত ও তাজবিদুল কুরআন বিভাগ থেকে ২ মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। এখানে কিতাব বিভাগের শুধু শীর্ষ  পাঁচ মেধাবীর নাম প্রকাশ করা হলো।

মারহালা : ফযীলত
ফযীলত স্তর থেকে মোট ২৪ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,
১ (ক) : মুছাঃ হাসফা খাতুন (৪৪৬৭)
জামিয়া ইমদাদিয়া মাদানীনগর (মহিলা মাদরাসা), মাদানীনগর, মনিরামপুর, যশোর।
প্রাপ্ত নম্বর : ৬৪৪

২ (ক) : শামীমা আখতার (৬২৬০)
আয়েশা সিদ্দীকা মহিলা মাদরাসা, দত্তপাড়া, নরসিংদী সদর, নরসিংদী।
প্রাপ্ত নম্বর : ৬২৪

৩ (ক) : মোছাঃ তাজকিরা বেগম (৮২৩৭)
জামিয়া ফাতেমাতুজ জাহরা (রাঃ) দয়ামীর মহিলা মাদরাসা, দয়ামীর, উসমানী নগর, সিলেট।
প্রাপ্ত নম্বর : ৬২২

৪ (ক): মারইয়ার আফরীন (৫৪৬৯)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৬

৫ (ক) : তাসমিয়া আক্তার (৭১৩৪)
হযরত ফাতিমা রা. তালিমুদ্দিন মহিলা মাদরাসা, মেরাজনগর, কদমতলী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৪

মারহালা : সানাবিয়া উলইয়া
সানাবিয়া উলইয়া স্তর থেকে মোট ২৩ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : ফাতিমা সা’দিয়া (৬২৬৭)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৩০

২ (ক) : মাইমুনা (৫৬৪২)
আয়েশা সিদ্দীকা(রাঃ) কাওমী মহিলা মাদরাসা, স্বল্প মারিয়া, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
প্রাপ্ত নম্বর : ৬২৩

২ (খ) : উম্মে হাবিবা (৬২৬৩)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬২৩

২ (গ) : ফাতেমা ফেরদৌস (৬৬৯৬)
আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা মাদরাসা, ৮৭-৮৮ জে এন শাহা রোড আমলিগোলা, লালবাগ, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬২৩

৩ (ক) : সানজিদা সাওদা (৮৩৩৯)
মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬১৯

৪ (ক) : ফাহমীদা হক (৬২৭৩)
আল-মাদরাসা আল-মাদানিয়া আল-আরাবিয়া (মিরপুর মহিলা মাদরাসা), বস্নক-ত, পলস্নবী, ঢাকা।

৫ (ক) : মোসাঃ সালমা আখতার (৫৭৬৪)
জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মুন্সিহাটি, কামরাঙ্গীর চর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬১৪

৫ (খ) : তাহসিনা তাবাসসুম ফাহিমা (৯৬৩২)
জামিয়া আশরাফিয়া কওমী মহিলা মাদরাসা, সি-১৬, সেক্টর-৭, যশোর সদর, যশোর।
প্রাপ্ত নম্বর : ৬১৪

মারহালা : মুতাওয়াসসিতাহ
মুতাওয়াসসিতাহ স্তর থেকে মোট ৫৫ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : তাযকিয়্যাহ নুসরা (২০৬১৬)
আয়েশা ছিদ্দিক্বা (রা) মহিলা মাদরাসা কমপেস্নক্স, ই.পি.জেড. রোড কুমিলস্না, কুমিলস্না সদর, কুমিলস্না।
প্রাপ্ত নম্বর : ৬৭৪

২ (ক) : ছাদিয়া মারাজান (১৯৭২৩)
মিফতাহুল জান্নাত (মহিলা মাদরাসা), ৫৩ গলগন্ডা, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৬৮

২ (খ) : সাওদা (২০২৩৫)
সুফফাহ মহিলা মাদরাসা (মহেশপুর), জলীলপুর, মহেশপুর, ঝিনাইদহ।
প্রাপ্ত নম্বর : ৬৬৮

৪ (ক) : মোসাঃ উমামা (১১০০৫)
আয়শা সিদ্দীকা রা. বালিকা মাদরাসা, যাদুরচর, সাভার, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৬১

৪ (গ) : সাদিয়া শারমিন (২০৬২৫)
আয়েশা ছিদ্দিক্বা (রা) মহিলা মাদরাসা কমপেস্নক্স, ই.পি.জেড. রোড কুমিলস্না, কুমিলস্না সদর, কুমিলস্না।
প্রাপ্ত নম্বর : ৬৬১

৫ (ক) : সুমাইয়া (২১২৮৮)
সিরাজুল উলুম মহিলা মাদরাসা, উত্তর সাটিরপাড়া, নরসিংদী সদর, নরসিংদী।
প্রাপ্ত নম্বর : ৬৬০

মারহালা : ইবতিদাইয়্যাহ
ইবতিদাইয়্যাহ স্তর থেকে মোট ৬৭ জন ছাত্রী মেধা তালিকায় স্থান পেয়েছেন। শীর্ষ পাঁচজন হলেন,

১ (ক) : মারিয়াম বুশরা (১২৬২৫)
রামপুরা জাতীয় মহিলা মাদরাসা, ৩১৭/৬, উলন রোড, পশ্চিম রামপুরা, খিলগাঁও, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৭৮

২ (ক) : আবিদা সুলতানা (১৬২৯১)
নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮নং বগাবাড়ী, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৭২

৩ (ক) মোছা: তানিয়া আক্তার (৩০৫৩৬)
আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী, আদিতমারী, লালমনির হাট।
প্রাপ্ত নম্বর : ৬৭১

৪ (ক) মোছা: লিমা আক্তার (৩০৫৩৯)
আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী, আদিতমারী, লালমনির হাট।
প্রাপ্ত নম্বর : ৬৬৯

৫ (ক) : উম্মে হাবিবা (১৫৮৮৮)
মাদ্রাসা আয়েশা সিদ্দীকা (রা:), ৮৩ ঢালকানগর, সূত্রাপুর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

৫ (খ) উমামা সুলতানা (১৬২৯৪)
নাসিরাবাদ তোহফাতুল জান্নাত মহিলা মাদরাসা, ১৮নং বগাবাড়ী, মোমেনশাহী সদর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

৫ (গ) খাদিজা (২৬৯৬৮)
জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদ্রাসা, কাউতলী, বি-বাড়ীয়া সদর, বি-বাড়ীয়া।
প্রাপ্ত নম্বর : ৬৬৫

মারহালা : হিফযুল কুরআন
হিফজুল কুরআন থেকে মোট ৪ জন মেধা তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন,

১ (ক) মোসা: তাকিয়া আক্তার (৯১৫১)
সায়ি্যদাতুন্নেসা বালিকা মাদরাসা, ৬/১৪ বস্নক-ই, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
প্রাপ্ত নম্বর : ১৯৯

২ (ঘ) : মোছা: রোকসানা (১১১৪৮)
ফজিলাতুন নেছা মহিলা মাদরাসা, রাজ বলস্নভপুর, শেরপুর সদর, শেরপুর।
প্রাপ্ত নম্বর : ১৯৮

২ (ঙ) :মোছা: জামিলা (১১১৪৯)
ফজিলাতুন নেছা মহিলা মাদরাসা, রাজ বলস্নভপুর, শেরপুর সদর, শেরপুর।
প্রাপ্ত নম্বর : ১৯৮

২ (গ) জান্নাতুল ফেরদাউস (৯৫২৬)
আল মাদরাসাতুল ইসলামিয়া লিল বানাত, শিলাশী, গফরগাওঁ, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ১৯৭

মারহালা : ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত
ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত স্তর থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ জন। তারা হলেন,
২ (খ) : মোছা: তাসমিনা আক্তার (৩৮১)
আল-জামিয়াতুল উম্মে হাবিবা কওমী মহিলা মাদরাসা, পূর্ব বড়ইকান্দী, ফুলপুর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ২২৪

৩ (গ) মোছা: হাজেরা আক্তার (৩৮৫)
আল-জামিয়াতুল উম্মে হাবিবা কওমী মহিলা মাদরাসা, পূর্ব বড়ইকান্দী, ফুলপুর, মোমেনশাহী।
প্রাপ্ত নম্বর : ১৯৭


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ