বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের আরও বেশি সহযোগিতা প্রয়োজন: আজিজুল হক ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামের পাহাড়ধসে মানবিক বিপর্যয়ের পর অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি আজ এক টেলিফোন বার্তায় আওয়ার ইসলামকে জানান। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের মানুষ অমানবিক জীবনযাপন করছে। পাহাড়ধসে তারা জীবনের সহায়-সম্বল হারিয়ে নি:স্ব প্রায়। ধসের পর টানা বর্ষণ পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনও সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে উলামায়ে কেরাম ও সাধারণ মানুষ বিভিন্ন সহযোগিতার কথা ভাবছেন। সারা  দেশের সামর্থ্যবান মানুষের তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন।

পাহাড় ধসে নিহতদের প্রতি শীর্ষ আলেমদের শোক প্রকাশ

মাওলানা ইসলামাবাদী এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের আন্তরিক প্রচেষ্টার প্রসংশা করেন। সাথে সাথে তিনি বলেন, সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও সাহায্য প্রয়োজন। ত্রাণ তৎপরতা না বাড়লে মানবিক বিপর্যয় হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ