শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


সংসদে অর্থমন্ত্রীর ‘রাবিশ’ নিয়ে প্রশ্ন তুললেন জাপার এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কথায় কথায় অর্থমন্ত্রীর ‘রাবিশ’ বলা কৌশলের অংশ নাকি বয়সের ভার তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির এক সংসদ সদস্য। রবিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় জাতীয় পার্টির লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান এই প্রশ্ন তোলেন।

জাতীয় সংসদের অধিবেশনঅর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করে মোহাম্মদ নোমান বলেন, ‘উনি (অর্থমন্ত্রী) কথায় কথায় রাবিশ বলেন। আগে আমরা হাসতাম এখন সাধারণ মানুষ হাসে। এটা উনার বয়সের ভার, নাকি কৌশল বলা মুশকিল।’

প্রস্তাবিত বাজেটের বিষয়ে তিনি বলেন, ‘বাজেট নিয়ে আলোচনা করে কী হবে? আমরা যত মায়াকান্নাই করি না কেন বাজেট কণ্ঠভোটে পাস হয়ে যাবে। আমরা বার বার উন্নয়নের মহাসড়কে ওঠার কথা শুনছি, কিন্তু এই উন্নয়নের মহাসড়কের সিঁড়ি জনগণ খুঁজে পাচ্ছে না।’

অর্থমন্ত্রী ও মোহাম্মদ নোমানপ্রধানমন্ত্রীর উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, ‘দলের নেতা-কর্মীদের লোভাতুর জিহ্বায় লাগাম দিন, দেশ ভাল নেই। মানুষকে অন্ধকারে রেখে পার পাওয়া যাবে না। জনগণকে ঘুমপাড়িয়ে রেখে রাজনীতি করা যাবে না।’

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য আবু হোসেন বাবলা বলেন, ‘পাহাড়ে মৃত্যুর দায় কে নেবে? প্রকৃতির ওপর দায় দিলে প্রকৃত অপরাধীরা ছাড়া পাবে। বন উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয় না। ঢাকা, চট্টগ্রাম সাম্প্রতিক বৃষ্টিতে ডুবে গিয়েছিল। অনেকে উপহাস করেন, নৌকায় ভোট দিয়েছেন তাই সরকার নৌকায় চড়াচ্ছে। আগামীতে মনে হয় তারা আর খুশি মনে নৌকায় উঠবেন না।’

আগামী নির্বাচনে ইসলামি মূল্যবোধের শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ