বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৯ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


মির্জা ফখরুলের গাড়ী বহরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে বর্বরোচিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্রাণবাহী গাড়ী বহরে হামলা সরকারী দলের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ।

পার্বত্য এলাকায় পাহাড় ধ্বসে মর্মান্তিক হতাহতের ঘটনায় সরকার বলতে গেলে নির্বিকার। রাঙ্গামাটির পরিস্থিতি ‘মহাবিপর্যয়কর’। বিপর্যস্ত জনপদের মানুষের পাশে দাঁড়াতে বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে বিরোধী দলীয় নেতা মির্জা ফখরুলের ত্রানবাহী বহরে পরিকল্পিভাবে হামলা চালানো হয়েছে।

বিরোধী দলসহ আগ্রহীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাঁধা দিচ্ছে সরকার। যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অন্যায়।

বিবৃতিতে নেতৃদ্বয় রাঙ্গুনিয়ায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে বর্বরোচিত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং এ ঘটনায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এসএস/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ