শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে হজযাত্রীদের সুবিধায় সরকারের যত উদ্যোগ

সরকারি চাকরির সুযোগ পাচ্ছে কওমির আলেমরা: ৫ হাজার শিক্ষক নিবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত 'মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) ১ম সংশোধনী প্রকল্পের আওতায় সারাদেশে ৫ হাজার ৫০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এতে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস সম্পন্ন আলেমরাও আবেদন করার সুযোগ পাচ্ছেন।

আজ  ইসলামিক ফাউন্ডেশন এ বিষয়ে প্রকল্পের যুগ্ম সচিব জুবায়ের আহমদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জানা গেছে, প্রথম পর্যায়ে ৩ হাজার ৩০ জন এবং পর্যায়ক্রমে আরো ২ হাজার ২০ জন নেওয়া হবে। প্রকল্পের মেয়াদকালীন (৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত) সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে।

সারা দেশের ৬৪ জেলার ৫৫০ টি উপজেলা জোনের প্রতি উপজেলায় ২টি করে মোট ১০১০টি স্থানে এসব শিক্ষক নেয়া হবে।

এ প্রকল্পে দুই ধরনের শিক্ষার জন্য শিক্ষক নেয়া হবে। দীনী শিক্ষার জন্য হাফেজসহ দাওরায়ে হাদীস/ ফাজিল বা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ শিক্ষার জন্য ফাজিল বা স্নাতক পাস হলেই আবেদন করা যাবে। শিক্ষাক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/ শ্রেণি বা সমমানের জিপিএ থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

নিয়োগপ্রাপ্তদের মাসিক নির্ধারিত সম্মানি ১১,৩০০/ টাকা এবং বছরে দুইটি ইনসেনটিভ দেয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী আবেদনপত্র পাঠাতে হবে 'প্রকল্প পরিচালক, 'মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৬ষ্ঠ পর্যায়)', ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭' ঠিকানায়। আবেদন করা যাবে ৬ জুলাই পর্যন্ত।

উল্লেখ্য, আবেদনকারীর মধ্যে আলিয়া নেসাব/কওমি নেসাব/ সাধারণ শিক্ষা শিক্ষিত প্রার্থী দীনি ও সাধারণ শিক্ষার কোনটিতে শিক্ষকতা করতে চান তা নির্দিষ্ট করতে আবেদনে উল্লেখ করতে হবে।

 

Bangladesh Islamic Foundation Assistant Teacher Job Circular


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ