বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

বাজেট আলোচনায় আবগারি শুল্কের সমালোচনা করলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রস্তাবিত বাজেটে (২০১৭-২০১৮) ব্যাংকের আমানতে আবগারি শুল্ক বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তার সমালোচনা করেছেন তা পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী এ আহবান জানান।

মতিয়া চৌধুরী বলেন, ‘৮০-৮৫ লক্ষ লোক এই ট্যাক্স দেয়। আর এদের মধ্যে ৭০-৭৫ লক্ষ লোকই এক লক্ষ টাকা এক থেকে দশ লক্ষ টাকার আমানতকারী। এরাই দেবে ২০০ কোটি টাকার ওপরে এবং এই টাকার জন্য আমরা কি এই বিপুলসংখ্যক লোক যাদের আয়, তাদের আয় আমরা কমিয়ে দেব?

এটা করলে তো মাননীয় অর্থমন্ত্রীকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পের সেই পিতামহে পরিণত হতে হবে, যে নাকি যক্ষক বানায়া নিজের নাতিকে হত্যা করে সেই গুপ্তধন পাহারায় বসিয়ে দিয়েছিল।

অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে স্পিকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন,  উনি কি জনগণের ওপরে এই বোঝা চাপায়া আমাদের যক্ষের ধন পাহারা দেওয়াবেন? মাননীয় স্পিকার আমার মতে এই প্রস্তাব পুনর্বিবেচনার যোগ্য।’

তবে বাজেট বাস্তবাযনে সফলতার আশা প্রকাশ করে বলেন এ বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে।

ট্রাক্টরের ওপর কর প্রস্তাবকে ‘মড়ার ওপর খাড়ার ঘা’ উল্লেখ করে কৃষিমন্ত্রী এর ওপর থেকে প্রস্তাবিত কর প্রত্যাহার, ব্যাংক আমানতের ওপর থেকে আবগারি শুল্ক প্রস্তাব পুনর্বিবেচনা করাসহ সঞ্চয়পত্রের সুদের হার না কমানোর আহবান জানান

তবে তিনি প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ে বরাদ্দ বৃদ্ধি করায় ধন্যবাদ জানান।

গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের জন্য চার লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পেশ করেন। এতে ব্যাংকের আমানতের ওপর আবগারি শুল্ক বাড়িয়ে বছরে ৮০০ টাকার করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে এ শুল্ক ৫০০ টাকা।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ