শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ

রাস্তায় মুসলিম নারীকে হেনস্থা, খুলে নেয়া হলো হিজাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এবার প্রকাশ্য রাস্তায় এক মুসলিম নারীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে মাথা থেকে হিজাব খুলে নেয়া হল। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের পিটারবোরোর পিটারবোরোর ফেনগেট এলাকায়।

জানা গেছে, ওই নারী নিজের তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন। ফনগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি। ফুটপাতে উঠতেই ওই নারীকে পিছন থেকে ধাক্কা দেন এক ব্যক্তি। মাটিতে পড়ে যান ওই নারী। এরপরই ওই নারীর মাথা থেকে হিজাব খুলে, তাঁর দিকে ছুড়ে দেন ওই ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই নারী। তবে হিজাব খুলে নেওয়া হলেও, ওই নারীকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল সে।

চলতি মাসের গোড়ায় জঙ্গি হামলা হয় লন্ডন ব্রিজে৷ প্রথমে পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ এরপর ভ্যান থেকে নেমে তিন জঙ্গি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ এই জোড়া জঙ্গি হানার পরই ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এদিকে যদিও গত সপ্তাহে লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, মুসলিমদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবে বরদাস্ত করা হবে না। জানা গেছে, ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গি হামলার পর সেখানকার বিভিন্ন থানায় মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যা অভিযোগ জমা পড়েছে, তা অন্যান্য সময়ের তুলনা দ্বিগুণ।

সূত্র: সংবাদ প্রতিদিন।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ