শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

আওয়ার ইসলামের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর এর বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের কথা এবং কাজগুলোকে আপনাদেরই প্রচার করতে হবে।

তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা কখনো অসৎ কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না। তাদের আরো অগ্রসর হয়ে অসুন্দরের বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকতায় আলেমরা এতদিন পিছিয়ে ছিলেন, এখন আর সেটি নেই। তারাও মিডিয়াতে কাজ করছেন, মিডিয়া গড়ছেন।

[আপনাদের কথা আপনাদেরই প্রচার করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী}

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপির সভাপতিত্বে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের পরিচালনায় অনুষ্ঠানের  মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

এছাড়া আরও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন,  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এমপি এবং  এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর আবুল হাসান মুহাম্মদ সাদেক।

[caption id="attachment_39096" align="alignnone" width="500"] বক্তব্য রাখছেন এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য আবুল হাসান মুহাম্মদ সাদেক[/caption]

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  একিউএম ছফিউল্লাহ আরিফ, সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ; মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শক্ষিাবদি ও সাংবাদিক; ড. আ ফ ম খালিদ হোসেন, চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ওমর গণি এম ই এস ডিগ্রি কলেজ; মুহাম্মাদ যাইনুল আবিদীন, লেখক ও মুহাদ্দিস; কবি মহিউদ্দিন আকবর , নজরুল গবষেক, মাওলানা আবদুল কুদ্দুস, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক; মাওলানা মাহফুজুল হক, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস; মুফতি ফয়জুল্লাহ, মহাসচিব ইসলামী ঐক্যজোট; গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্ম মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ;  মুফতি আবুল হাসান শামসাবাদী, সম্পাদক মাসিক আদর্শ নারী; মাওলানা মামুনুল হক, মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা; মাওলানা মাজহারুল ইসলাম, খতীব আম্বরশাহ জামে মসজিদ ঢাকা; মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, প্রিন্সিপাল মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ  সেন্টার ঢাকা, রশিদ আহমাদ ফেরদৌস, প্রধান পরিচালক, কলরব।

[২য় বর্ষে আওয়ার ইসলাম; বর্ষপূতির নানা উদ্যোগ]

এছাড়াও উপস্থিত ছিলেন, মুফতি এনায়েতুল্লাহ, সিনিয়র বিভাগীয় সম্পাদক, বাংলানিউজ; সৈয়দ শামসুল হুদা, সম্পাদক নূরবিডি ডটকম; জহির উদ্দীন বাবর, জেষ্ঠ্য যুগ্ম বার্তা সম্পাদক, ঢাকা টাইমস; রায়হান মুহাম্মদ ইবরাহীম, লেখক ও সাংবাদিক; মাওলানা মিরাজ রহমান, এডিটর ইন চার্য, ইসলাম বিভাগ, প্রিয়.কম; জিযাউল আশরাফ, সহযোগী সম্পাদক, মাসিক নকীব; আবদুল গফফার, সম্পাদক সবার খবর।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ