শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


কাতার সংকট নিরসনে কুয়েতের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনা ও কূটনৈতিক সংকট নিরসনে মধ্যস্ততার উদ্যোগ নিয়েছে কুয়েত। দেশটি কাতারের সাথে অন্য দেশগুলোর উত্তেজনা আর না বাড়াতে এবং সংযত থাকতে সব পক্ষের প্রতি আহবান জানিয়েছে।

কেন আরব রাষ্ট্রগুলো কাতারকে বর্জন করেছে?

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানি আল-জাজিরাকে বলেছেন, আঞ্চলিক সংকট নিরসনে কাজ করছে কুয়েত।

উপসাগরীয় অঞ্চলের ছয়টি আরব দেশ কাতারের সাথে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের ঘোষণা দিলে এই সংকটের সৃষ্টি হয়।

কাতার সম্পর্কে পাঁচটি বিস্ময়কর তথ্য

এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, বাহরাইন। তারা সন্ত্রাসী এবং ইরানকে সমর্থন করার অভিযোগ এনেছে কাতারের বিরুদ্ধে। তাদের সাথে যোগ দিয়েছে মালদ্বীপ ও লিবিয়া। এসব দেশ কাতারের সাথে পরিবহন যোগাযোগও ছিন্ন করেছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের শাসক শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহ মঙ্গলবার ভোরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সাথে কথা বলেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ