বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আজাদির স্লোগানে জুমার পর উত্তাল কাশ্মির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জম্মু-কাশ্মিরে গতকাল (শুক্রবার) জুমা নামাজ শেষে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে প্রতিবাদকারীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটায়।

শ্রীনগরের নৌহাট্টা এলাকায় জুমা নামাজ শেষে তরুণরা ‘স্বাধীনতা’র দাবিসহ ভারত বিরোধী স্লোগান দেয়। নৌহাট্টা চকে তরুণরা জড়ো হয়ে গেরিলাদের সমর্থনে স্লোগান দেয়াসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার সাবজার আহমেদ ভাটের সমর্থনে স্লোগান দেন।

এসময় বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানোসহ স্টান গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের মধ্যে পড়ে দৈনিক সংবাদত্রের এক চিত্রগ্রাহক আহত হলে তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বারামুল্লার সোপরেও জুমা নামাজ শেষে প্রতিবাদকারীরা ব্যাপক বিক্ষোভ দেখান। এখানেও বিক্ষোভকারীরা ‘আজাদি’র দাবিতে স্লোগান দেয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়ে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীরা সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত দুই গেরিলা আইয়াজ আহমেদ মীর এবং বাশারাত আহমেদ শেখের সমর্থনে স্লোগান দেন।

কুপওয়াড়ার ত্রেহগামে মার্কাজি জামিয়া মসজিদ চত্বরে জড়ো হয়ে ‘আজাদি’র দাবিতে স্লোগান দেয়াসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় সড়কে যান চলাচল থেমে যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায় ।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ