বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বিশিষ্টদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে আজ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অতিথির বক্তব্যে তিনি বলেন, বাজেটে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। বড় বড় মেগা প্রোজেক্টের মাধ্যমে সরকার সীমাহীন দুর্নিতী আড়াল করতে চাচ্ছে। এ সংকট উত্তরণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা দরকার। আর এ নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সরকারের অধিনে।

স্বাগত বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আজকে মানুষ অহেতুক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। এই রোজার মধ্যেও মানুষ গুম হয়ে যাচ্ছে। অনেক সাধারণ মানুষ রমজান মাসে জেল জুলুমের শিকার হচ্ছে। আজকে যে বাজেট পেশ করা হয়েছে তাতে সাধারণ জনগণের উপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপানো হয়েছে। বিভিন্ন লুটপাটের অর্থ সংকুলনের জন্যে ট্যাক্স চাপিয়ে দেয়া হচ্ছে জনগণের ঘারে।

২ জুন ২০১৭ শুক্রবার বিকাল ৫:৩০ টায় রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এন্ড কনভেনশন হলে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য পেশ করেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সংগঠনের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীরপ্রতীক, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র মহাসচিব ড. রেদওয়ান আহমদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আবদুল করিম, মুসলিম লীগের সভাপতি এডভোকেট কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান, জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার মোঃ লুৎফুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল’র মহাসচিব শেখ জুলফিক্কার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানী সভাপতি এডভোকেট মোঃ আজহারুল ইসলাম, ডেমোক্রেটিক লীগ- ডিএল’র সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহম্মদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব জনাব গোলাম মোস্তফা ভূঁইয়া।

উপস্থিত ছিলেন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, লেখক-সাংবাদিক মাহফুজ উল্লাহ, অধ্যাপক মুজাহিদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ভিয়েতনাম দূতাবাসের থার্ড সেক্রেটারী ট্রান বাও সন, বাংলাদেশ ন্যাশনাল ডক্টরস সোসাইটির আহবায়ক ডাঃ আবদুল্লাহ খান, শায়খুল হাদীস মাওলানা লোকমান মাযহারী, অধ্যাপক ড. তারেক ফজল, শামীম সাঈদী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বাচ্চু, এডভোকেট বোরহান উদ্দিন, এডভোকেট আকবর হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক এমকে জামান, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক আবদুল হালিম, অর্থ ও আইন বিষয়ক সম্পাদক- এডভোকেট মো: মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, মাওলানা নূরুজ্জামান খান, হাফেজ মাওলানা জিন্নত আলী, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা আজিজুল হক, অধ্যাপক আবদুস সবুর, মাওলানা আহমদ বিলাল, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক, সেক্রেটারী জেনারেল ইলিয়াস আহমদ, শ্রমিক মজলিস সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, সলিমুল্লাহ মুসলিম একাডেমীর সভাপতি আবদুল জব্বার প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ মজিবর রহমান বলেন, বাংলাদেশের স্বকীয় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেখানে গ্রীক দেবীর মূর্তি আমদানী করে আমাদের দেশীয় সংস্কৃতিকে কলুষিত করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়। জনগণ সুপ্রীম কোর্টের সামনে গ্রীক দেবীর মূর্তি মেনে নেয়নি। কোর্টের ভিতরেও গ্রীক দেবীর মূর্তি মেনে নিবে না।

পরিশেষে দেশ, জাতির কল্যাণ কামনায় এবং সাম্প্রতিক ঘুর্নিঝড় মোরা’য় এবং অকালা বন্যায় হাওরের ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতি কাটিয়ে ঊঠার জন্যে, জাগপা নেতা মরহুম শফিউল আলম প্রধানের রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ কাছে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মজিবুর রহমান।

প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও গরীব মারার বাজেট: খেলাফত মজলিস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ