রবিবার, ১০ আগস্ট ২০২৫ ।। ২৬ শ্রাবণ ১৪৩২ ।। ১৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’ জুলাই সনদ ইস্যুতে বিশেষজ্ঞ মতামত নিল ঐকমত্য কমিশন ফারাবীর জামিন আদেশ বহাল রাখল চেম্বার আদালত নির্বাচনে ভারত বিরোধীদের মার্কা হবে হাতপাখা : শায়খে চরমোনাই এনসিপিসহ ১৬টি দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ সংসদের দুই কক্ষে পিআর দাবিতে আন্দোলনের ঘোষণা জামায়াতের ‘সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য, নির্বাচনকেও অনিশ্চিত করে তুলবে’ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি : তারেক রহমান দারুল উলুম দেওবন্দে নবীজির স্মৃতিধন্য রুমাল

গ্রিক দেবীর মূর্তি বাংলাদেশের কোথাও স্থাপন করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, মূর্তিকে মেনে নেয়া মানে আল্লাহর একত্ববাদের সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করলে মুসলমান থাকা যায় না। গ্রিক দেবীর মূর্তি ৯২ ভাগ মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে দেশের সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পায়তারা করা হচ্ছে। কাদের ইশারায় দেশকে মূর্তির রাজ্যে পরিণত করা হচ্ছে তা দেশের জনগণ জানতে চায়।

তিনি বলেন,  গ্রিক দেবীর মূর্তি বাংলাদেশের কোথায়ও স্থাপন করা যাবে না এবং সুপ্রিমকোর্টসহ সারা দেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে যে সকল মূর্তি রয়েছে তা অবিলম্বে অপসারণ করতে হবে।

তিনি আরো বলেন,  রমজানের পবিত্র রক্ষা করা প্রতিটি মুসলমানের কর্তব্য। তিনি রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুল হক এসব কথা বলেন।

মূর্তি ধ্বংস করুন নতুবা আপনারা ধ্বংস হয়ে যাবেন: চরমোনাই পীর

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বায়তুলমাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক মূসা প্রমূখ।

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ