শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭

শিরোনাম :
হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট ভোলার জনবান্ধব এসিল্যান্ড মেহেদী হাসানের বদলি আদেশ বাতিল চায় উপজেলাবাসী ছাত্রশিবির ক্ষমতার রাজনীতি করে না: শাবিপ্রবি সভাপতি আল-মারকাজুল ইসলামীর উদ্যোগে ভাসানচরে ৩,০০০ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা স্বাধীনতা-সার্বভৌমত্বে কোনো আপোষ নয়: লুৎফুজ্জামান বাবর লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান নির্বাচন বিলম্ব হলে দেশ ভয়ংকর ক্ষতির মুখে পড়বে: ডা. জাহিদ রায়ের পরই দেশে ফিরবেন তারেক রহমান: আলাল পুতিন শান্তি আলোচনায় অনাগ্রহী: জেলেনস্কি

গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ জানান, রবিরার  রাত ১টা ৩০ মিনিটে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সুপ্রিমকোর্টের দিকে আসলে পুলিশ বাঁধা প্রদান করে।

সর্বশেষ খররে জানা যায়,  রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত নেতা কর্মীরা মিছিল ও প্রতিবাদরত অবস্থায় ছিল।

ছাত্র আন্দোলনের সভাপতি জিএম রুহুল আমিন বলেন, যতক্ষণ পর্যন্ত মূর্তি প্রতিস্থাপন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

মিছিলে উপস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর আহবায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, এটা আমাদের ঈমানি দাবি। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরতে চাই। দেশপ্রেমিক ঈমানদার জনতাকে আহবান জানাই সবাই আসুন গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে অংশ নিন।

ইশা ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মী মধ্যরাতের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবীর ভাস্কর্য রাত ৮টা থেকে অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর আদালত চত্তর থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

সুপ্রিমকোর্টের সামনে থেকে মূর্তিটি সরানোর গত শুক্রবার ইসলামী দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল করেছিল।

তারা মূর্তিটি অন্য কোথাও স্থাপন করা থেকেও সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ