শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ জানান, রবিরার  রাত ১টা ৩০ মিনিটে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সুপ্রিমকোর্টের দিকে আসলে পুলিশ বাঁধা প্রদান করে।

সর্বশেষ খররে জানা যায়,  রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত নেতা কর্মীরা মিছিল ও প্রতিবাদরত অবস্থায় ছিল।

ছাত্র আন্দোলনের সভাপতি জিএম রুহুল আমিন বলেন, যতক্ষণ পর্যন্ত মূর্তি প্রতিস্থাপন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

মিছিলে উপস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর আহবায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, এটা আমাদের ঈমানি দাবি। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরতে চাই। দেশপ্রেমিক ঈমানদার জনতাকে আহবান জানাই সবাই আসুন গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে অংশ নিন।

ইশা ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মী মধ্যরাতের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবীর ভাস্কর্য রাত ৮টা থেকে অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর আদালত চত্তর থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

সুপ্রিমকোর্টের সামনে থেকে মূর্তিটি সরানোর গত শুক্রবার ইসলামী দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল করেছিল।

তারা মূর্তিটি অন্য কোথাও স্থাপন করা থেকেও সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ