শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে মধ্যরাতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এনেক্স ভবনের সামনে গ্রিকমূর্তি পুনঃস্থাপন এর প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ জানান, রবিরার  রাত ১টা ৩০ মিনিটে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি সুপ্রিমকোর্টের দিকে আসলে পুলিশ বাঁধা প্রদান করে।

সর্বশেষ খররে জানা যায়,  রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত নেতা কর্মীরা মিছিল ও প্রতিবাদরত অবস্থায় ছিল।

ছাত্র আন্দোলনের সভাপতি জিএম রুহুল আমিন বলেন, যতক্ষণ পর্যন্ত মূর্তি প্রতিস্থাপন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ চলতে থাকবে।

মিছিলে উপস্থিত জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগরীর আহবায়ক মুফতি হাবিবুর রহমান মিছবাহ বলেন, এটা আমাদের ঈমানি দাবি। এ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরতে চাই। দেশপ্রেমিক ঈমানদার জনতাকে আহবান জানাই সবাই আসুন গ্রিক মূর্তি প্রতিস্থাপনের প্রতিবাদে অংশ নিন।

ইশা ছাত্র আন্দোলনের প্রায় শতাধিক নেতাকর্মী মধ্যরাতের বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, সুপ্রিমকোর্টের সামনে থেকে সরিয়ে নেওয়া গ্রিক দেবীর ভাস্কর্য রাত ৮টা থেকে অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টার পর আদালত চত্তর থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়।

সুপ্রিমকোর্টের সামনে থেকে মূর্তিটি সরানোর গত শুক্রবার ইসলামী দলগুলো সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল করেছিল।

তারা মূর্তিটি অন্য কোথাও স্থাপন করা থেকেও সরকারকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ