বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলহামদুলিল্লাহ! আল্লাহ তা‘আলার ফজল ও করমে ও আপনাদের দোয়ায় রমজানের এক তারিখ থেকে মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা এর প্রাথিষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।সীমিত কোটায় ছাত্র ভর্তি নেওয়া হবে। প্রতি বিভাগে সর্বোচ্চ ২০ জন ছাত্র নেওয়া হবে।

বিভাগ সমূহ
১. নূরানী মক্তব ও হিফজ
২. আত তাখাছ্ছুস ফিল ফিকহি ও ইফতা
৩. আত তাখাছ্ছুস ফিল আদাবিল আরবি
৪. আরবি ভাষা ও নাহু সরফ বিভাগ

উস্তাদ বৃন্দ
*নূরানী ও মক্তব বিভাগে প্রধান যিম্মাদার হিসেবে থাকছেন হাফেজ কারী মাওলানা হুসাইন আহমদ। সহকারী আরও দু জন।
* তাখাছ্ছুস ফিল ফিকহি ওয়াল ইফতা । প্রধান মুফতি, মুফতি আবদুর রাযযাক আল হুসাইনী দা. বা. [মুহতামিম অত্র মাদরাসা] সহকারী হিসেবে সার্বক্ষণিক আরও দুজন থাকছেন।
* আদব বিভাগের দুইটি বিভাগ। প্রধান মুশরিফ মাওলানা সফিউল্লাহ ফুআদ দা. বা.। হযরত মাসে দুই দিন সময় দেবেন। সহকারী থাকছেন আরও দুজন।

************** ইফতা ও আদবে পক্ষিক বাংলা ভাষা সাহিত্যের উপর ধারাবাহিক দরস প্রদান করবেন বিশিষ্ট লেখক সাহিত্যিক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন দা. বা. এবং ইংরেজি ভাষার উপর সাপ্তাহিক দরস প্রদান করবেন বিশিষ্ট ইংরেজি গবেষক মাওলানা হাবীবুল্লাহ দা. বা. । উল্লেখ্য. বহিরাগতরাও এই দুটি দরসে সারা বছর আসার শর্তে অংশগ্রহণ করতে পারবেন। এক কালীন ফি শর্ত।

খরচাদি :
ভর্তি : ৩১০০ টাকা মাত্র [ফরম সহ]
মাসিক ফি :
নুরানী মক্তব ৪০০০ টাকা মাত্র।
ইফতা আদব ৩০০০ টাকা মাত্র।
গরীব মেধাবীদের জন্য বিশেষ ছাড় আলোচনা স্বাপেক্ষ।

যোগাযোগ : রামপুরা বাজার থেকে পূর্ব দিকে পূর্ব রামপুরা কমিশনার গলি, বাসা ১৩৯/১, ফোন 01751326571, 01916296679, 01785711769


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ