শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


শেষ হলো দাওরায়ে হাদিসের পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি স্বীকৃতির পর প্রথমবারের মতো অনুষ্ঠিত দাওরা (মাস্টার্স ) পরীক্ষা  শেষ হলো আজ। আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে গত ১৫ মে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হয়েছিল।

বেফাকসহ ছয়টি কওমি মাদরাসা বোর্ডের সমন্বয়ে গঠিত আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে পরিচালিত দাওরা  পরীক্ষায় সারা দেশে ২১৮ কেন্দ্রে ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

১১ এপ্রিল ২০১৭ দা্ওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান স্বীকৃতি ঘোষণার পর কওমি মাদরাসা বোর্ডগুলোর সম্মিলিত বোর্ডে এই প্রথম একই সময়ে অভিন্ন প্রশ্নে সারা দেশে ২১৮ কেন্দ্রে দাওরায়ে হাদিস  (মাস্টার্স) সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তার মধ্যে ৯১ টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৬৬৮ জন ছাত্রী পরীক্ষা দিয়েছে।দাওরায়ে হাদিস উত্তীর্ণ ছাত্ররা প্রথম বারের মত এ বছর থেকেই পাচ্ছেন ইসলামিক স্টাডিজ ও আরবীতে মাস্টার্স সমমান সনদ। দেশের প্রায় ৭৭৩ টি কওমি মাদরাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

দর্জি থেকে দাওরা পরীক্ষার্থী

এসএস/


সম্পর্কিত খবর